ভোটের দামামা বেজেছে এবার
চারিদিকে রাজনীতির গল্প,
জেতা হারা নিয়ে হচ্ছে যুক্তিতর্ক
ভোট দেওয়ার সংকল্প।
চোখ ঝলসানো দেওয়াল লিখনে –
সব নেতাদের গুণকীর্তন,
জনগণ চিন্তিত ভোট দেবে কাকে
প্রার্থী হয়েছে নতুন প্রাক্তন।
জনসভা জুড়ে প্রতিশ্রুতির বয়ানে –
কর্মীরা খুশিতে আপ্লুত,
প্রতিশ্রুতি নয় সব আসলে জুমলা
তবুও ভোট, বড়ই অদ্ভুত।
পাড়ায় পাড়ায় নেতাদের আগমন
অসহায়দের করছে সম্মান,
ভোটের পরে নেতার বদলে যায় ঢং
আর কত লাগবে প্রমাণ !
সমর্থকরা বোম বন্ধুক হাতে নিয়ে
নিজেরাই লড়ছে-মরছে
সরকার আসে সরকার যায়, কিন্তু-
বোমা ফাটিয়ে কার কী হচ্ছে?
বুঝতে হবে ভোটের আগে ভাগেই
কিসে কত লাভ ক্ষতি
নেতা মন্ত্রীরা কারো হয় না প্রিয়
দৃষ্টান্ত আছে অগুনতি।
বুঝতে হবে ভোটের আগে ভাগেই
কিসে কত লাভ ক্ষতি
নেতা মন্ত্রীরা কারো হয় না প্রিয়
দৃষ্টান্ত আছে অগুনতি। ___ ঠিক তাই প্রিয় দার্শনিক।
ভালো লাগলো, বেশ।
বাহ্! সুপ্তভাবে কবি'র চমৎকার প্রতিবাদ।