প্রার্থনা- ২

হে পরম করুণাময় রহিম রহমান
আমি যেন সদা পালন করতে পারি
তোমার দেয়া সকল ফরমান
যদি হয় কভু ভ্রান্তি হে পরম করুণাময়
অনুতপ্ত হলে করে দিয়ে
পাপ থেকে মুক্তি আমায়
ভোগ করছি তোমার দেয়া সকল নিয়ামত
ভোগবিলাসে নিমজ্জিত থেকে
পারিনি করতে তোমার শুকরিয়া
পরজন্মে আমায় থেকে তুমি নিয়ে না হিসাবটা
আমি তো ক্ষুদ্র দূর্বল জীব পারব না দিতে
তোমার নিয়ামত ভোগবিলাসের হিসাবটি
করে দিয়াে ক্ষমা আমায়
হে সৃষ্টিকর্তা পরম করুণাময়
আমায় যেতে বাঁধা দিয়ো না ঐ সুখের স্থানটায়
পেরেছি যতটুকু পালন করতে তোমার হুকুম
তাতে আমায় শাস্তি দিয়ো না
তোমার কাছে আমার করজোড়ে এই সদা প্রার্থনা
করি সৃষ্টিকর্তা হে পরম করুণাময় রহিম রহমান।

রচনাকালঃ
১১/১১/২০২০

জাহাঙ্গীর আলম অপূর্ব সম্পর্কে

জাহাঙ্গীর আলম অপূর্ব সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার নলছিয়া নামক গ্রামে ১০ ই জুন ২০০১ সালে জন্ম গ্রহণ করেন। তার লেখা গুলো বাস্তব ধর্মীয়। লেখা তার নেশা। সবচেয়ে বেশি ভালো লাগে কবিতা লিখতে। * চরম মুর্খ সেই যে শিক্ষা অর্জন করে নিজের মাতৃভাষা শুদ্ধ ভাবে বলতে পারে না । * আমার কাছে আনুষ্ঠানিক শিক্ষা পদ্ধতি থেকে অনানুষ্ঠানিক শিক্ষা পদ্ধতি শ্রেষ্ঠ।

6 thoughts on “প্রার্থনা- ২

  1. তোমার কাছে আমার করজোড়ে এই সদা প্রার্থনা
    করি সৃষ্টিকর্তা হে পরম করুণাময় রহিম রহমান।

    সুবহান আল্লাহ আমীন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. অনেক সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ 

      শুভকামনা রইল নিত্য প্রিয় কবি 

    1. হুম 

      শুভকামনা রইল সতত প্রিয় কবি 

      শুভকামনা 

মন্তব্য প্রধান বন্ধ আছে।