অস্তিত্ব বিলীন

একজন মানুষের তখনই মৃত্যু হয়
যখন পৃথিবী থেকে তার সকল সৃষ্টিকর্ম
স্মৃতি বিস্মৃতি গুলো বিলীন হয়ে যায়।

সেই মানুষের কখনোই মৃত্যু হয় না
যার সৃষ্টিকর্ম বিরল
সেই মানুষের কখনো মৃত্যু নেই
সে চির অমর
সেই চির অমর।

একটি জাতির তখনই মৃত্যু হয়
যখন সেই জাতির শিল্প সংস্কৃতি
ধ্বংস লীলায় পরিণত হয়
যখন সেই জাতি পরাবলম্বন করে
এবং দাসত্ব মেনে নেয়
তখনই সেই জাতির মৃত্যু হয়
অস্তিত্ব বিলীন হওয়ার সাথে সাথেই।

অজস্র মানুষ এসেছে এই পৃথিবীতে
যারা কর্ম করে নাই
তাদের অস্তিত্ব বিলীন হয়ে গেছে
কেউ আর তাদের মনে করে না
এই পৃথিবীতে কোনো মূল্য নেই তাদের।

তাই জীবনের দৈর্ঘ্য যাই হোক না কেন
কর্মই পরম ধর্ম
কর্মেই মানুষ বাঁচে অন্যটা নয়
তাই অমর কর্ম কর।

রচনাকালঃ
২৩/১২/২০২০

জাহাঙ্গীর আলম অপূর্ব সম্পর্কে

জাহাঙ্গীর আলম অপূর্ব সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার নলছিয়া নামক গ্রামে ১০ ই জুন ২০০১ সালে জন্ম গ্রহণ করেন। তার লেখা গুলো বাস্তব ধর্মীয়। লেখা তার নেশা। সবচেয়ে বেশি ভালো লাগে কবিতা লিখতে। * চরম মুর্খ সেই যে শিক্ষা অর্জন করে নিজের মাতৃভাষা শুদ্ধ ভাবে বলতে পারে না । * আমার কাছে আনুষ্ঠানিক শিক্ষা পদ্ধতি থেকে অনানুষ্ঠানিক শিক্ষা পদ্ধতি শ্রেষ্ঠ।

4 thoughts on “অস্তিত্ব বিলীন

  1. একজন মানুষের তখনই মৃত্যু হয়
    যখন পৃথিবী থেকে তার সকল সৃষ্টিকর্ম … স্মৃতি বিস্মৃতি গুলো বিলীন হয়ে যায়।

    কবিতার উচ্চারণকে একদম চিরন্তনী করে গড়ে তুলেছেন কবি অপূর্ব। অভিনন্দন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।