বীরবাহু ওমর পর্ব -১

অর্ধ পৃথিবীর বাদশাহ তুমি
উমর তোমার নাম
এই ধরাতে তোমার সমতুল
নেই কো কারু দাম।

করছো তুমি রাজ্য শাসন
ধুলার তখতে বসি
খেজুর পাতার প্রাসাদ তােমার
বার বার গেছে খসি।

সাইমুম ঝড় তোমার প্রাসাদ
পড়েছে কত নুয়ে
তবুও তুমি শির দাঁড়িয়ে
অটুট ছিলে ভুঁয়ে।

নিজের সন্তানের অন্যায়ে তুমি
দিয়েছ বড় সাঁজা
তাই তো তুমি আদৌও উমর
সর্বকালের সর্বশ্রেষ্ঠ রাজা।

নিজের পৃষ্ঠে বহন করে আটা
দিয়েছ বেদুইনে
তা খেয়ে তাদের জীবন
গেছে বাঁচিয়ে।

জাহাঙ্গীর আলম অপূর্ব সম্পর্কে

জাহাঙ্গীর আলম অপূর্ব সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার নলছিয়া নামক গ্রামে ১০ ই জুন ২০০১ সালে জন্ম গ্রহণ করেন। তার লেখা গুলো বাস্তব ধর্মীয়। লেখা তার নেশা। সবচেয়ে বেশি ভালো লাগে কবিতা লিখতে। * চরম মুর্খ সেই যে শিক্ষা অর্জন করে নিজের মাতৃভাষা শুদ্ধ ভাবে বলতে পারে না । * আমার কাছে আনুষ্ঠানিক শিক্ষা পদ্ধতি থেকে অনানুষ্ঠানিক শিক্ষা পদ্ধতি শ্রেষ্ঠ।

4 thoughts on “বীরবাহু ওমর পর্ব -১

  1. ইতিহাস আমাদের সকলের দিব্য জ্ঞানকে প্রসারিত করুক। শুভ নববর্ষ কবি অপূর্ব। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. দারুণ মন্তব্য করার জন্য অশেষ ধন্যবাদ প্রিয় কবি 

      শুভকামনা রইল 

মন্তব্য প্রধান বন্ধ আছে।