আমার জীবন

আমার জীবন পত্রবিহীন বৃক্ষের শাখের
ফুল যেমন বেমানান তেমন
কষ্ট দিয়ে জর্জরিত একটা কাব্য কথা
সেটায় তো আমার জীবন।

আমার জীবন কোকিল পাখির মতো
যার নেই স্থায়ী কোনো আবাসন
বৃক্ষের শাখে শাখে ঘুরে বেড়ানোর মতো
সেই ভাসমান দৃশ্যটা আমার জীবন।

আমার জীবন তো মৃত নদীর মতো
যেখানে নেই কোনো জলজ প্রাণ
যেখানে তৃষ্ণার্ত মানব পাবে না কো জল
সেই নির্মম দৃশ্যটা আমার জীবন।

আমার জীবন তো সেই নির্যাতিত নিপীড়িত
দাসের মতো যার কাজ শুধু কাজ
ভ্রান্ত হল প্রহর আর প্রহর
আমার সেই কষ্টের জীবনটা।

আমার জীবন তো দুঃখের সাগর
যেখানে নেই কোনো সুখের ছোঁয়া
শুধু দুঃখ আর দুঃখের চক্র
সেই দুঃখের দৃশ্যটা আমার জীবন।

রচনাকালঃ
০১/০১/২০২০

জাহাঙ্গীর আলম অপূর্ব সম্পর্কে

জাহাঙ্গীর আলম অপূর্ব সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার নলছিয়া নামক গ্রামে ১০ ই জুন ২০০১ সালে জন্ম গ্রহণ করেন। তার লেখা গুলো বাস্তব ধর্মীয়। লেখা তার নেশা। সবচেয়ে বেশি ভালো লাগে কবিতা লিখতে। * চরম মুর্খ সেই যে শিক্ষা অর্জন করে নিজের মাতৃভাষা শুদ্ধ ভাবে বলতে পারে না । * আমার কাছে আনুষ্ঠানিক শিক্ষা পদ্ধতি থেকে অনানুষ্ঠানিক শিক্ষা পদ্ধতি শ্রেষ্ঠ।

4 thoughts on “আমার জীবন

  1. আপনার লিখার ভ্যারিয়েশন অর্থ্যাৎ বিবিধ টাইপের লিখা আমার কাছে বেশ লাগে। একরাশ শুভেচ্ছা জানবেন কবি। সম্ভব হলে আপনার লিখার লিংক আপনার ফেসবুকের দেয়ালে আপনার বন্ধুদের জন্য শেয়ার করতে পারেন। ধন্যবাদ। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. মন্তব্য গুলো লেখার অনুপ্রেরণা দেয় 

      শুভকামনা রইল প্রিয় কবি 

      ভালো থাকুন সদা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    1. দারুণ মন্তব্য করেছেন প্রিয় কবি 

      শুভকামনা রইল সতত https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।