মানুষ

অবাক পৃথিবীর অবাক মানুষ
মানুষ নাকি ওরা ফানুস?
ধর্ম বলে মানুষ আশরাফ
তার কাজ কেন আতরাফ?
পৃথিবীতে যত মানুষ আছে
তত প্রকারই ধরণ রয়েছে।
মানুষের বাহ্যিক রুপ ভালো
অভ্যন্তরীণ রুপ বেশ কালো।
গড়ার বেলায় নেই তারা ধ্বংসের দিকে আছে
খারাপ করার জন্য মানুষ ঘুরে ঘুরে পাছে পাছে।
নিজের স্বার্থসিদ্ধির জন্য মানুষ কিনা পারে
ভিক্ষার থালা হাতে নিয়ে ঘোরে ঘোরে দ্বারে দ্বারে।
শয়তানের কাজ মানুষকে দেবে স্রষ্টার কাজে বাঁধা
মানুষ দেখি তার কাজের জন্য হয়েছে শয়তানের দাদা।

রচনাকালঃ
২৯/০৮/২০২০

জাহাঙ্গীর আলম অপূর্ব সম্পর্কে

জাহাঙ্গীর আলম অপূর্ব সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার নলছিয়া নামক গ্রামে ১০ ই জুন ২০০১ সালে জন্ম গ্রহণ করেন। তার লেখা গুলো বাস্তব ধর্মীয়। লেখা তার নেশা। সবচেয়ে বেশি ভালো লাগে কবিতা লিখতে। * চরম মুর্খ সেই যে শিক্ষা অর্জন করে নিজের মাতৃভাষা শুদ্ধ ভাবে বলতে পারে না । * আমার কাছে আনুষ্ঠানিক শিক্ষা পদ্ধতি থেকে অনানুষ্ঠানিক শিক্ষা পদ্ধতি শ্রেষ্ঠ।

6 thoughts on “মানুষ

  1. ঠিক বলেছেন।

    নিজের পোস্টে পাঠক মন্তব্যের উত্তর এবং আপনার সহ-ব্লগারদের পোস্টেও তাঁদের লিখায় উৎসাহ দেবেন। ভালো লাগবে। শুভ সকাল এবং ধন্যবাদ কবি অপূর্ব। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. দারুণ লিখেছেন মন্তব্য খানি 

      শুভকামনা রইল 

  2. বেশ! বানানের দিকে আরেকটু মনোযোগ দিবেন কবি। ভালো থাকবেন। ধন্যবাদ।

মন্তব্য প্রধান বন্ধ আছে।