মৃত্যুর দরজা

যখন দেশ বিভাগ হল
বাঙালি মনে করেছিলাম হয়তো
সকল অধিকার স্বাধীকার ফিরে পাবে
তা আর কোথায় পেলাম বাঙালি
তাদের অধিকার স্বাধীকার
শুধু বৈষম্য আর বৈষম্য
নিপীড়ন আর নিপীড়ন
নির্যাতন আর নির্যাতন
স্বাধীন হয়ে বাঙালির জীবন গেছে আবার
পরাধীনতার কালো অধ্যায়ে ছেয়ে।
পাকিস্তানীরা শুরুতে বাঙালির
সংস্কৃতি উপর করল আঘাত
কেড়ে নিতে চেয়েছিল পাকিস্তানী
বাঙালির মায়ের মুখের ভাষা।
তারপর বাঙালির সকল অধিকার খর্ব করতে
শুরু করল বাঙালিদের সকল স্বপ্ন ধ্বংস করতে
কখনো দেয়নি বাঙালিকে তাদের মৌলিক কোনো অধিকার
যখনি বাঙালি পাকদের অন্যায়ের বিরুদ্ধে মুখ খুলতে তখনই বাঙালির উপর এ্যাকশন শুরু করত
দিত না কোনো ক্রমে মুখ খুলত
পদে পদে বাঁধা আর বিপত্তি সৃষ্টি করতে
দেশ বিভাগ হয়ে বাঙালি মৃত্যুর দেশে অনুপ্রবেশ করেছে
দেশ বিভাগের পরে বাংলা ছিল মৃত্যুপুরী।

রচনাকালঃ
১১/০৯/২০২০

জাহাঙ্গীর আলম অপূর্ব সম্পর্কে

জাহাঙ্গীর আলম অপূর্ব সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার নলছিয়া নামক গ্রামে ১০ ই জুন ২০০১ সালে জন্ম গ্রহণ করেন। তার লেখা গুলো বাস্তব ধর্মীয়। লেখা তার নেশা। সবচেয়ে বেশি ভালো লাগে কবিতা লিখতে। * চরম মুর্খ সেই যে শিক্ষা অর্জন করে নিজের মাতৃভাষা শুদ্ধ ভাবে বলতে পারে না । * আমার কাছে আনুষ্ঠানিক শিক্ষা পদ্ধতি থেকে অনানুষ্ঠানিক শিক্ষা পদ্ধতি শ্রেষ্ঠ।

3 thoughts on “মৃত্যুর দরজা

মন্তব্য প্রধান বন্ধ আছে।