নীল আকাশের বুকে পায়রা মেলে পাখা
ও দিকে তার বন্ধু আছে নদীর তীরে একা।
শুধায় তারে,
কই গেলি রে আয় না কাছে একটি কথা কই
সাতই মার্চের ভাষণ শুনে প্রাণ জুড়ায় রে সই।
সে যে ভাষণ নয়,
বাঙালির মনের অজস্র কথা
বাঙালির স্বাধীনতার কথা,
বলতে আমার লাগে সই প্রাণে অজস্র ব্যাথা।
স্বাধীনতা?
ওগো স্বাধীনতা মানে কি বলতে পারও তুমি
শোন, স্বাধীনতা মানে হল একখন্ড জমি।
রচনাকালঃ
১২/১২/২০১৯
স্বাধীনতা?
ওগো স্বাধীনতা মানে কি বলতে পারও তুমি
শোন, স্বাধীনতা মানে হল একখণ্ড জমি।
শুভকামনা রইল নিত্য প্রিয় কবি
ভালো থাকুন
শুভকামনা রইল।
শুভকামনা রইল