স্বাধীনতা চাই

আমরা বাংলার মানুষ
আমরা স্বাধীনতা চাই,
আমরা বাংলার নির্যাতিত নিপীড়িত কৃষক
আমরা আমাদের অধিকার চাই
স্বাধীনতা চাই, স্বাধীনতা।
আমরা বাংলার শ্রমিক জনতা
আমরা আমাদের স্বাধীনতা চাই,
স্বাধীনতা।
আমরা বাংলার মাসুম শিশু
আমরা স্বাধীতা চাই।
সমাবিষ্ট বাংলার মানুষের আজ একটাই চাওয়া
স্বাধীনতা,স্বাধীনতা।
শুধু স্বাধীনতা নেই বলে সমগ্র বাংলা
পাকিস্তানিরা করেছে তোলপাড়,
এই স্বাধীনতার জন্য বাংলার মানুষ রাজপথে
করেছে দীর্ঘ মিছিল,
শুধু এই স্বাধীনতা জন্য বাংলার মানুষ
করেছে কত বিক্ষোভ আর আন্দোলন
সকলের চাওয়া আজ
স্বাধীনতা, স্বাধীনতা।
এই স্বাধীনতার জন্য বাংলার যুবক বৃদ্ধ
ছিলো উন্মাদ।
বাংলার মানুষের জীবন ছিলো নিরাপত্তাহীন
তাই সকলের কাম্য
স্বাধীনতা, স্বাধীনতা।
শুধু বাংলায় স্বাধীনতা নেই
তার জন্য বাংলার দুঃখিনী মা বিনিদ্র কাটিয়েছে অজস্র রাত
তার আজ একটাই চাওয়া
স্বাধীনতা, স্বাধীনতা।
পাকদের হাতে নিষ্পেষিত আত্মার কাম্য ছিলো
স্বাধীনতা, স্বাধীনতা।
লুণ্ঠিত উদাস দাওয়ায় বসে আছে সম্ভ্রম হারিয়ে রুকু,
তারও একটা চাওয়া,
স্বাধীনতা, স্বাধীনতা।
মুজিবের বারংবার কারাবাস নির্যাতন আর নিপীড়ন ভোগ
তারও একটা চাওয়া,
শুধু স্বাধীনতা স্বাধীনতা।

রচনাকালঃ
১২/১২/২০২০

জাহাঙ্গীর আলম অপূর্ব সম্পর্কে

জাহাঙ্গীর আলম অপূর্ব সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার নলছিয়া নামক গ্রামে ১০ ই জুন ২০০১ সালে জন্ম গ্রহণ করেন। তার লেখা গুলো বাস্তব ধর্মীয়। লেখা তার নেশা। সবচেয়ে বেশি ভালো লাগে কবিতা লিখতে। * চরম মুর্খ সেই যে শিক্ষা অর্জন করে নিজের মাতৃভাষা শুদ্ধ ভাবে বলতে পারে না । * আমার কাছে আনুষ্ঠানিক শিক্ষা পদ্ধতি থেকে অনানুষ্ঠানিক শিক্ষা পদ্ধতি শ্রেষ্ঠ।

6 thoughts on “স্বাধীনতা চাই

  1. "মুজিবের বারংবার কারাবাস নির্যাতন আর নিপীড়ন ভোগ
    তারও একটা চাওয়া,
    শুধু স্বাধীনতা স্বাধীনতা।" ___ যেমন আমাদেরও ছিলো। এবং আছে। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।