রাজাকারদের তান্ডব

আকাশ সাক্ষী, বাতাস সাক্ষী
সাক্ষী এই গ্রাম বাংলার মেঠোপথ,
পাকদের সাথে নিয়ে রাজাকারেরা গ্রামের সব সম্পদ লুন্ঠন করেছে যে রথ রথ।

বাধা দিয়েছে মা বাবা, দিয়েছে বাধা তার সন্তান,
তাদের মেরে পাক আর রাজাকারেরা গ্রামকে করেছে গোরস্থান।

এত অত্যাচারে ফুল ফুটে না,
পাখি তার মনের আকিঞ্চনে গায় না,
নদী ও তার নিজ গতিতে বয় না।

এই বট বৃক্ষের তলে হুতুম পেঁচা বলে
পড়ে আছ দেখি অহরহ মনুষ্য কঙ্কাল,
দুই-একজন যারা আছে বেঁচে
ভয়ে তারা মনে করে কঙ্কালকে জঞ্জাল।

লাশের পঁচা গন্ধ ভেসে আসে বাতাসে,
অসংখ্য অগণিত লাশ পড়ে আছে নদী তিতাসে।

মা আর বোন জানেন পাক আর রাজাকারদের সেই নির্যাতনের কথা,
অনেক মা আর বোন এখনো বেঁচে বুকে পাহাড় সমান ব্যথা।

হায় তাত ভ্রাতা একি করিলা
যাহার গর্ভে তোমার জন্ম,
চোখের বালিরে সাথে নিয়ে
তাহাকেই পুড়িলা,
তাহাকেই মারিলা।

————–
রচনাকালঃ
১৪-০৫-২০২০

উৎসর্গঃ
(পাকদের হাতে নির্যাতিত মা ও বোনদের)

জাহাঙ্গীর আলম অপূর্ব সম্পর্কে

জাহাঙ্গীর আলম অপূর্ব সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার নলছিয়া নামক গ্রামে ১০ ই জুন ২০০১ সালে জন্ম গ্রহণ করেন। তার লেখা গুলো বাস্তব ধর্মীয়। লেখা তার নেশা। সবচেয়ে বেশি ভালো লাগে কবিতা লিখতে। * চরম মুর্খ সেই যে শিক্ষা অর্জন করে নিজের মাতৃভাষা শুদ্ধ ভাবে বলতে পারে না । * আমার কাছে আনুষ্ঠানিক শিক্ষা পদ্ধতি থেকে অনানুষ্ঠানিক শিক্ষা পদ্ধতি শ্রেষ্ঠ।

1 thought on “রাজাকারদের তান্ডব

  1. মা আর বোন জানেন পাক আর রাজাকারদের সেই নির্যাতনের কথা,
    অনেক মা আর বোন এখনো বেঁচে বুকে পাহাড় সমান ব্যথা।  :(
    https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।