ঊনচল্লিশ বছর পর,
আজ দেখছি গগনে শরতের শুভ্র মেঘের ভেলা,
শুধু তুমি আসবে বলে।
তোমার আগমনের বার্তায়,
আমি শিউলি আর কাশফুল তুলে এনেছি,
তুমি আমি একসাথে দেখব বলে।
ওগো প্রিয়, শুধু তুমি ছিলে না তাই,
আমি কোনো দিন শরতের শুভ্র মেঘের ভেলা দেখিনি,
দেখিনি শিউলি আর কাশফুল।
ঊনচল্লিশ বছর পর,
আজ হেমন্তের ফসল বাড়িতে এনেছি,
শুধু তুমি আসবে বলে।
তোমার আগমনের বার্তায়,
আমি নবান্নের উৎসবের আয়োজন করেছি,
তুমি আমি একসাথে উৎসব করব বলে।
ওগো প্রিয়, শুধু তুমি ছিলে না তাই,
আমি কোনো দিন নবান্নের উৎসব করেনি,
খায়নি কোনো নবান্ন।
বেশ আবেগময় প্রকাশ
এক বুক শুভ কামনা প্রিয় কবি। শুভ হোক প্রতিটি সময়।
দারুণ মন্তব্য করেছেন প্রিয় কবি
শুভকামনা রইল
শুভকামনা রইল সতত প্রিয় কবি