ঊনচল্লিশ বছর পর- (পর্ব ২)

ঊনচল্লিশ বছর পর,
আজ দেখছি গগনে শরতের শুভ্র মেঘের ভেলা,
শুধু তুমি আসবে বলে।

তোমার আগমনের বার্তায়,
আমি শিউলি আর কাশফুল তুলে এনেছি,
তুমি আমি একসাথে দেখব বলে।

ওগো প্রিয়, শুধু তুমি ছিলে না তাই,
আমি কোনো দিন শরতের শুভ্র মেঘের ভেলা দেখিনি,
দেখিনি শিউলি আর কাশফুল।

ঊনচল্লিশ বছর পর,
আজ হেমন্তের ফসল বাড়িতে এনেছি,
শুধু তুমি আসবে বলে।

তোমার আগমনের বার্তায়,
আমি নবান্নের উৎসবের আয়োজন করেছি,
তুমি আমি একসাথে উৎসব করব বলে।

ওগো প্রিয়, শুধু তুমি ছিলে না তাই,
আমি কোনো দিন নবান্নের উৎসব করেনি,
খায়নি কোনো নবান্ন।

জাহাঙ্গীর আলম অপূর্ব সম্পর্কে

জাহাঙ্গীর আলম অপূর্ব সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার নলছিয়া নামক গ্রামে ১০ ই জুন ২০০১ সালে জন্ম গ্রহণ করেন। তার লেখা গুলো বাস্তব ধর্মীয়। লেখা তার নেশা। সবচেয়ে বেশি ভালো লাগে কবিতা লিখতে। * চরম মুর্খ সেই যে শিক্ষা অর্জন করে নিজের মাতৃভাষা শুদ্ধ ভাবে বলতে পারে না । * আমার কাছে আনুষ্ঠানিক শিক্ষা পদ্ধতি থেকে অনানুষ্ঠানিক শিক্ষা পদ্ধতি শ্রেষ্ঠ।

4 thoughts on “ঊনচল্লিশ বছর পর- (পর্ব ২)

মন্তব্য প্রধান বন্ধ আছে।