মোদের গাঁ

ঐ দেখা যায় জারুল হিজল
ঐখানে মোদের গাঁও
দুই ধারে দুই নদীর পাশে
বাধাঁ আছে ডিঙি নাও।

কাশবনের কাশফুল লেগে আছে তটে
শরতকালের ফুলের মালায়
ভরে গেছে পথ ঘাটে।

কিলবিলকিল করছে মীন
চেয়ে দেখি বসে
শীতকালে স্নান করে
নানান রকমে হাঁসে।

মোদের গাঁয়ের সহজ মানুষ
কামার কুমার চাষা
নদীর জলে নাওয়া খাওয়া
নদী তাদের ভরসা।

মায়া মমতায় জড়াজড়ি করে
আনন্দ উৎসবে গেহখানি রয়েছে ভরে
মায়ের কোলে শুয়ে-বসে জুড়ায় প্রাণ
বর্ষাকালে মাঝি ভাই গায় কত ভাটিয়ালি গান।

বাঁশ বাগানে ঝোপের ঝাড়ে
বাঁকা ঠোঁটে চাঁদ হাসে
ঝোপের ঝাড়ে ঝিঁ ঝিঁ ডাকে
জোনাকির আলোয় আলোয়।

হিন্দু মুসলমান পরস্পর মোদের ভাই
এক সাথে থাকি আর শ্রমশালায় যায়
ঝগড়া বিবাদ নাহি করি মোরা
হিন্দু মুসলমান পরস্পর বেধেছি জোড়া।

মনের স্বাদে ছড়াকাটি নদীর তটে বসে
সোনার ছবি মোদের গাঁ দাম নয় কেনা
অপরুপ সৌন্দর্যে ভরা মোদের গাঁ খানা।

রচনাকালঃ
০৩-০৩- ২০১৯

জাহাঙ্গীর আলম অপূর্ব সম্পর্কে

জাহাঙ্গীর আলম অপূর্ব সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার নলছিয়া নামক গ্রামে ১০ ই জুন ২০০১ সালে জন্ম গ্রহণ করেন। তার লেখা গুলো বাস্তব ধর্মীয়। লেখা তার নেশা। সবচেয়ে বেশি ভালো লাগে কবিতা লিখতে। * চরম মুর্খ সেই যে শিক্ষা অর্জন করে নিজের মাতৃভাষা শুদ্ধ ভাবে বলতে পারে না । * আমার কাছে আনুষ্ঠানিক শিক্ষা পদ্ধতি থেকে অনানুষ্ঠানিক শিক্ষা পদ্ধতি শ্রেষ্ঠ।

3 thoughts on “মোদের গাঁ

  1. আমাদের প্রাণ আমাদের গ্রাম ছেড়ে কোথাও যেতে চায় না। 

    কতজন কত স্থানে গিয়াছে চলে, 

    আমাদের হৃদয় আজো আনন্দিত আমাদের এই স্মৃতিময় গ্রামে। 

     

    আপনার লেখা ভাগ লেগেছে।  

  2. মনের স্বাদে ছড়াকাটি নদীর তটে বসে
    সোনার ছবি মোদের গাঁ দাম নয় কেনা
    অপরূপ সৌন্দর্যে ভরা মোদের গাঁ খানা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।