জীবনের গতি

জীবন তো চলে তার নিজ গতিতে
স্বপ্ন এসে বাঁধা হয়ে দাঁড়ায়,
জীবন বিচরণের মাঝ পথেতে
জীবনের উদ্দেশ্য তাই নয়,
জীবনের কাজ স্বপ্ন দেখা
তা বাস্তব রুপ দানে সাহায্য করা।

জীবনের স্বল্প পরিসরে পৃথিবীতে
রচিত হবে অমর কীর্তি,
নয় হলে জীবনের নেই কোনো
মূল্য থাকবে না এই ধরায়।

জীবনকে চলতে হয়
স্বপ্নকে সাথে নিয়ে,
তাছাড়া জীবন মূল্যহীন অর্থহীন
জীবনের গতিতে চলুক জীবন।

রচনাকালঃ
২৬/০১/২০২১

জাহাঙ্গীর আলম অপূর্ব সম্পর্কে

জাহাঙ্গীর আলম অপূর্ব সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার নলছিয়া নামক গ্রামে ১০ ই জুন ২০০১ সালে জন্ম গ্রহণ করেন। তার লেখা গুলো বাস্তব ধর্মীয়। লেখা তার নেশা। সবচেয়ে বেশি ভালো লাগে কবিতা লিখতে। * চরম মুর্খ সেই যে শিক্ষা অর্জন করে নিজের মাতৃভাষা শুদ্ধ ভাবে বলতে পারে না । * আমার কাছে আনুষ্ঠানিক শিক্ষা পদ্ধতি থেকে অনানুষ্ঠানিক শিক্ষা পদ্ধতি শ্রেষ্ঠ।

4 thoughts on “জীবনের গতি

  1. জীবন মূল্যহীন অর্থহীন …
    জীবনের গতিতে চলুক জীবন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    1. শুভকামনা রইল নিত্য প্রিয় কবি 

মন্তব্য প্রধান বন্ধ আছে।