বর্ণিল ফুলের সৌরভ,
আমার দেশের গৌরব।
অশেষ ফলের সমাহার,
আমার দেশের বাহার ।
পাখির কন্ঠের মধুর গান,
আমার দেশের প্রাণ।
কামার, কুমার, জেলে চাষার বাস,
আমার দেশ স্বপ্নের আঁশ।
রাতের আধারে তারার মেলা,
আমার দেশ প্রকৃতির খেলা।
চৈতালি আর হৈমন্তিক ফসল,
আমার দেশের কৃষকের কষ্টের মাসল।
অসংখ্য অগণিত নদী বহমান,
আমার দেশ পলিতে অম্লান।
আমার দেশের মাটিতে লেগে আছে রক্তের গন্ধ,
আমার দেশের মানুষ ছিলো স্বাধীনতার জন্য অন্ধ।
লোকাচার আর লোকরীতিতে ভরা,
আমার দেশের মানুষ পালনে কড়া।
বাংলার অবিসংবাদিত নেতা শেখ মুজিবর ,
আমার দেশ বিধাতার বর।
————–
রচনাকালঃ
২৪-০৫-২০২০
সুন্দর কবিতা।
দারুণ মন্তব্য করেছেন প্রিয় কবি
শুভকামনা রইল সতত
চমৎকার প্রকাশ।
শুভকামনা রইল সতত
এক্সিলেন্ট ক্রিয়েশন।
শুভকামনা রইল সতত
হুম ঠিক বলেছেন কবি
শুভকামনা রইল সতত