আমার দেশ পর্ব -১

বর্ণিল ফুলের সৌরভ,
আমার দেশের গৌরব।

অশেষ ফলের সমাহার,
আমার দেশের বাহার ।

পাখির কন্ঠের মধুর গান,
আমার দেশের প্রাণ।

কামার, কুমার, জেলে চাষার বাস,
আমার দেশ স্বপ্নের আঁশ।

রাতের আধারে তারার মেলা,
আমার দেশ প্রকৃতির খেলা।

চৈতালি আর হৈমন্তিক ফসল,
আমার দেশের কৃষকের কষ্টের মাসল।

অসংখ্য অগণিত নদী বহমান,
আমার দেশ পলিতে অম্লান।

আমার দেশের মাটিতে লেগে আছে রক্তের গন্ধ,
আমার দেশের মানুষ ছিলো স্বাধীনতার জন্য অন্ধ।

লোকাচার আর লোকরীতিতে ভরা,
আমার দেশের মানুষ পালনে কড়া।

বাংলার অবিসংবাদিত নেতা শেখ মুজিবর ,
আমার দেশ বিধাতার বর।

————–
রচনাকালঃ
২৪-০৫-২০২০

জাহাঙ্গীর আলম অপূর্ব সম্পর্কে

জাহাঙ্গীর আলম অপূর্ব সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার নলছিয়া নামক গ্রামে ১০ ই জুন ২০০১ সালে জন্ম গ্রহণ করেন। তার লেখা গুলো বাস্তব ধর্মীয়। লেখা তার নেশা। সবচেয়ে বেশি ভালো লাগে কবিতা লিখতে। * চরম মুর্খ সেই যে শিক্ষা অর্জন করে নিজের মাতৃভাষা শুদ্ধ ভাবে বলতে পারে না । * আমার কাছে আনুষ্ঠানিক শিক্ষা পদ্ধতি থেকে অনানুষ্ঠানিক শিক্ষা পদ্ধতি শ্রেষ্ঠ।

8 thoughts on “আমার দেশ পর্ব -১

    1. দারুণ মন্তব্য করেছেন প্রিয় কবি 

      শুভকামনা রইল সতত 

    1. হুম ঠিক বলেছেন কবি 

      শুভকামনা রইল সতত 

মন্তব্য প্রধান বন্ধ আছে।