সাম্য

কে হিন্দু, কে ক্রিশ্চান, কে বৌদ্ধ, কে মুসলমান
জিগাও কেন ওরে?
সদ্য প্রস্ফুটিত কোমলমতি শিশু
জাত পাত জানে না কি ওরে –
একই বৃক্ষের শাখা প্রশাখা ওরা
হিন্দু, বৌদ্ধ, মুসলমান ক্রিশ্চান ।

মসজিদ এই, মন্দির এই, প্যাগোডা এই, গীর্জায় বলে সাম্য
কুরআন, পুরান, ত্রিপিটক, বাইবেল বলে সাম্য
তারা সন্তান মোর মার
হিন্দু, মুসলমান, বৌদ্ধ, ক্রিশ্চান কেউ নয় কারু পর।

এক ফুলে হয় না কো বাগান
মালি রোপে নানান গাছ
কোনটি হিন্দু, কোনটি ক্রিশ্চান, কোনটি বৌদ্ধ, কোনটি বা মুসলমান
কে করে সেই বাছ।

কেন কর অযথা ধর্ম নিয়ে যুক্তি খণ্ডন
সব ভেদ ভুলে গিয়ে অটুট রাখনা অদৃশ বন্ধন।

স্বার্থের বেদিতে বসে ভন্ড গায় স্বার্থের জয়গান
নিজেদের সমাজ শিরোমণি বানায়তে
সমাজকে ভাগ করেছে –
কামার, কুমার,কুলি-মজুর আর কৃষাণ।

আলো আর বাতাসকে বল বিভেদ জানে নাকি তাই
হিন্দু, মুসলমান, বৌদ্ধ, ক্রিশ্চান একে অন্যের ভাই।

ওহে তোমরা বুঝি বাঙালির বীজমন্ত্র জানো না
তাহলে তোমরা শুনে রাখ ভাই
সবার উপরে মানুষ সত্য, তার উপরে নাই।

————
রচনাকালঃ
০২-০২-২০২০

জাহাঙ্গীর আলম অপূর্ব সম্পর্কে

জাহাঙ্গীর আলম অপূর্ব সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার নলছিয়া নামক গ্রামে ১০ ই জুন ২০০১ সালে জন্ম গ্রহণ করেন। তার লেখা গুলো বাস্তব ধর্মীয়। লেখা তার নেশা। সবচেয়ে বেশি ভালো লাগে কবিতা লিখতে। * চরম মুর্খ সেই যে শিক্ষা অর্জন করে নিজের মাতৃভাষা শুদ্ধ ভাবে বলতে পারে না । * আমার কাছে আনুষ্ঠানিক শিক্ষা পদ্ধতি থেকে অনানুষ্ঠানিক শিক্ষা পদ্ধতি শ্রেষ্ঠ।

6 thoughts on “সাম্য

  1. মসজিদ এই, মন্দির এই, প্যাগোডা এই, গীর্জায় বলে সাম্য
    কুরআন, পুরান, ত্রিপিটক, বাইবেল বলে সাম্য
    তারা সন্তান মোর মার
    হিন্দু, মুসলমান, বৌদ্ধ, ক্রিশ্চান কেউ নয় কারু পর। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    1. অপূর্ব প্রকাশ মন্তব্য খানি 

      শুভকামনা রইল সতত। 

       

  2. ঈশ্বর এক! আমরাও সবাই মিলেমিশে থাকতে চাই।

    1. হুম মনোমুগ্ধকর মন্তব্য করেছেন প্রিয় কবি 

      শুভকামনা রইল সতত। 

       

মন্তব্য প্রধান বন্ধ আছে।