মুক্তির চেতনা

বল না, মা, বল আর কত দিন,
আমরা সহ্য করব পাকিস্তানীদের,
শাসন নামক পাশবিক পৈশাচিক নির্যাতন ।
বল না,মা বল –
আর কত দিন আমাদের বাক স্বাধীনতা হরিত থাকবে,
আমরা কি কোনো কাজে কোনোদিন মতামত দিতে পারি না।
বল মা, বল –
এভাবে কি জীবন চলতে পারে,
পারে না মা, পারে না,
জীবন তো এভাবে চলতে পারে না।
মাগো, জীবন মানে স্বাধীনতা
স্বাধীনতা মানেই তো মা জীবন,
জীবন তো কখনো বর্বরতা মেনে নেয় না।
মাগো,আমাদের দেশে এসে,
ওরা কেন আমাদের অস্তিত্ব বিলীন করতে চাই।
মাগো,ওরা তো ভিনদেশী
কেন ওরা আমাদের সংস্কৃতি ধ্বংস করতে চাই,
কেন ওরা ওদের নিজস্ব সংস্কৃতি,
আমাদের দেশে প্রতিষ্ঠা করতে চাই,
কেন, মাগো কেন?
কেন,মাগো ওরা এমন করে আমাদের তরে ,
ওরে খোকা শোন,
শুধু বাংলায় স্বাধীনতা নেই বলে
সমগ্র বাংলা গ্রাস করেছে পাকিস্তানীরা,
তাহলে মাগো আমরা এ অবস্থা থেকে মুক্তি চাই ,
মুক্তি ।

বল না,মা, বল –
কেন ওরা আমার ভাইকে মারছে,
কেন ওরা আমাদের উপর করে এত অত্যাচার নির্যাতন।
ওরে খোকা, বাংলার স্বাধীনতা নেই তাই,
পাকিস্তানীরা বাংলাকে করছে তোলপাড়,
তাহলে মাগো কবে আসবে স্বাধীনতা
কবে আসবে,
বল না, মা, বল-
আর কত দিন থাকব স্বাধীনতা বিহীন,
কীভাবে আসবে স্বাধীনতা বল না মা, বল-
ওরে খোকা শোন,
মুক্তির জন্য যুদ্ধ করতে হবে, যুদ্ধ?
মুক্তি জন্য যুদ্ধ,
মাগো, যুদ্ধ কী? বল না –
শোন রে খোকা শোন,
যুদ্ধ মানে,পাকিস্তানীদের অন্যায় অবিচার নির্যাতন
আর নিপীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে
নিজের অধিকার আদায়ের পন্থা।
সকলে ঐক্য বদ্ধ হয়ে,
পাকিস্তানীদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করতে হবে,
পাকিস্তানি শত্রুদেরকে প্রতিহত করতে পারলে
দেশ মুক্ত হবে,
তাতে স্বাধীনতা আসবে,
তাতে আসবে মুক্তি।

রচনাকালঃ
০৩/০২/২০২১

জাহাঙ্গীর আলম অপূর্ব সম্পর্কে

জাহাঙ্গীর আলম অপূর্ব সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার নলছিয়া নামক গ্রামে ১০ ই জুন ২০০১ সালে জন্ম গ্রহণ করেন। তার লেখা গুলো বাস্তব ধর্মীয়। লেখা তার নেশা। সবচেয়ে বেশি ভালো লাগে কবিতা লিখতে। * চরম মুর্খ সেই যে শিক্ষা অর্জন করে নিজের মাতৃভাষা শুদ্ধ ভাবে বলতে পারে না । * আমার কাছে আনুষ্ঠানিক শিক্ষা পদ্ধতি থেকে অনানুষ্ঠানিক শিক্ষা পদ্ধতি শ্রেষ্ঠ।

2 thoughts on “মুক্তির চেতনা

  1. কবিতার সারাংশে যদি যাই তাহলে সরল সমীকরণে এটা বলা যেতে পারে আমাদের মুক্তি আসে নি। কেন আসে নি তার উত্তর আমার কাছে পরিষ্কার নয়। :(

    1. অসাধারণ একটা মন্তব্য  করেছেন 

      শুভকামনা রইল 

মন্তব্য প্রধান বন্ধ আছে।