জীবন যদি হতো

জীবন যদি হতো নজরুল রবীন্দ্রনাথ জীবনানন্দের
কবিতার পঙক্তির মতো সুন্দর,
বাস্তবতা যদি হতো রুপকথার কাহিনির মতো
যেখানে আছে শুধু শান্তি আর সুখ,
নেই কোনো অশান্তির ছোঁয়া।

সৌন্দর্য যদি হতো রংধনুর সপ্ত রঙের মতো
যা জীবনকে রাঙিয়ে দেবে বর্ণিল রঙে।
জীবন যেন না হয় বসন্তের পাতা বিহীন বিটপীর মতো
যেখানে শুধু বিরহের অনলে জ্বলে বিটপী।

রচনাকালঃ
২৮/০২/২০২১

জাহাঙ্গীর আলম অপূর্ব সম্পর্কে

জাহাঙ্গীর আলম অপূর্ব সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার নলছিয়া নামক গ্রামে ১০ ই জুন ২০০১ সালে জন্ম গ্রহণ করেন। তার লেখা গুলো বাস্তব ধর্মীয়। লেখা তার নেশা। সবচেয়ে বেশি ভালো লাগে কবিতা লিখতে। * চরম মুর্খ সেই যে শিক্ষা অর্জন করে নিজের মাতৃভাষা শুদ্ধ ভাবে বলতে পারে না । * আমার কাছে আনুষ্ঠানিক শিক্ষা পদ্ধতি থেকে অনানুষ্ঠানিক শিক্ষা পদ্ধতি শ্রেষ্ঠ।

4 thoughts on “জীবন যদি হতো

মন্তব্য প্রধান বন্ধ আছে।