পলাশী থেকে মুক্তিযুদ্ধ – (সূচনা পর্ব -১)

আমি আলিবর্দি খাঁর বিচক্ষণতা ও দূরদর্শিতার কথা বলছি,
আমি রত্নগর্ভা মা আমেনার কথা বলছি,
আমি আরও স্বচ্ছ করে বলি,
আমি বাংলার শেষ নবাব সিরাজুদ্দৌলার কথা বলছি,
আমি প্রাসাদ ষড়যন্ত্র ও গোপন বৈঠকের কথা বলছি,
আমি ক্ষমতালোভী পরশ্রীকাতর ঘষেটি বেগমের কথা বলছি,
আমি আলিনগর সন্ধি কথা বলছি,
আমি উমিচাঁদ আর মিরনের কথা বলছি,
আমি প্রধান সেনাপতির শপথের কথা বলছি,
আমি ক্লাইভের চরণ লেহ্য কুত্তা মীর জাফরের কথা বলছি,
আমি সেই হলওয়েলের অন্ধকূপ হত্যার কথা বলছি,
আমি মীর মর্দন আর মোহনলালের কৃতজ্ঞতা কথা বলছি,
আমি বির্তকিত লবণ আর ইংরেজদের শোষণের কথা বলছি,
আমি নবাবের প্রধান গুপ্তচর নারায়ণ সিংহের কথা বলছি,
আমি পলাশীর আম্রকাননের নাটকীয় কাহিনির কথা বলছি।

জাহাঙ্গীর আলম অপূর্ব সম্পর্কে

জাহাঙ্গীর আলম অপূর্ব সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার নলছিয়া নামক গ্রামে ১০ ই জুন ২০০১ সালে জন্ম গ্রহণ করেন। তার লেখা গুলো বাস্তব ধর্মীয়। লেখা তার নেশা। সবচেয়ে বেশি ভালো লাগে কবিতা লিখতে। * চরম মুর্খ সেই যে শিক্ষা অর্জন করে নিজের মাতৃভাষা শুদ্ধ ভাবে বলতে পারে না । * আমার কাছে আনুষ্ঠানিক শিক্ষা পদ্ধতি থেকে অনানুষ্ঠানিক শিক্ষা পদ্ধতি শ্রেষ্ঠ।

4 thoughts on “পলাশী থেকে মুক্তিযুদ্ধ – (সূচনা পর্ব -১)

  1. মীর তার বংশ জাফর তার নাম কর্মে হয়ে গেল মীরজাফর । আবু জাহেলের বাড়িতে হাজীরা করে বার্থরুম। 

মন্তব্য প্রধান বন্ধ আছে।