তুমি চাইলে আমি বিহগের মতো গগন পথে উড়তে পারি,
বাঁধা আসলে তা উপেক্ষা করব।
তুমি চাইলে আমি জোনাকির মতো আলো দিব
যেখানে আলো নেই সেখানে।
তুমি চাইলে আমি আজীবন তোমার কাছে পরাধীন থাকব,
কোনো দিন স্বাধীন হতে চাইবো না,
শুধু তোমাকে স্বাধীনতা দেওয়ার জন্য।
তুমি চাইলে আমি বৃষ্টি হয়ে ঝরব অবিরাম,
কোনো অবস্থায় থামবো না।
তুমি চাইলে আমি সপ্ত পাথার জয় করব,
হাজারো কষ্ট করে।
তুমি চাইলে আমি জয়নুলের মতো রং তুলি দিয়ে ছবি আঁকব,
সেই স্মরণীয় দিনগুলোর।
5 thoughts on “তোমার জন্য (পর্ব -১)”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
শুভ কামনা প্রিয় কবি জাহাঙ্গীর আলম অপূর্ব। শুভ সন্ধ্যায় শুভেচ্ছা।
শুভকামনা রইল
ধন্যবাদ কবি।
রোমান্টিক!
শুভকামনা রইল।
শুভকামনা রইল