ছোটো ছোটো ছন্দে,
মনের বিরহ আনন্দে,
মন খুলে গাইব কত বিরহের গান
তাতে জুড়াবে মোর বিভোর প্রাণ।
প্রিয় জনের খোঁজে,
মন না বসে ভোজে,
বুভুক্ষা থেকে কাটে সারাবেলা,
মন তো বসে না শুধু কাজে হেলা।
অশান্তি মোর মনে,
ঘুরি শুধু বনে বনে,
কোথায় পাব প্রিয়জনের দেখা,
কাছে পেলে মুক্ত মনে বলব কথা।
মনে জাগে কত আশা,
নেই কো তা বলার ভাষা,
কোথায় আছো ওগো প্রেয়সী তুমি,
আজও আছো প্রেয়সী মোর অন্তরে তুমি।
রচনাকালঃ
০৭/০৪/২০২১
ভালো থাকুন … আনন্দে থাকুন কবি জাহাঙ্গীর আলম অপূর্ব। শুভ সকাল।
শুভকামনা রইল