হাশরের দিনে বিচার বসবে,
সকলেই খোঁজবে একটি নেকের আপন জন।
না পেয়ে কাউকে বলবে তখন –
নাই কিরে আপন কেউ? নাই কিরে আপন কেউ?
এই ধরাতে কি সকলেই সকলের পর?
ঐ ধরাতে আপন ছিল,
মা,বাবা, ভাইবোন আর স্ত্রী সন্তান।
আজ আমি বিপদে পড়েছি, নেই কেউ রক্ষা করার।
একটি নেকের জন্য যাবে জনম দুঃখিনী মাতার দ্বার,
যে তোমাকে করল ধারণ গর্ভে দশ মাস দশ দিন তার।
হাশরের দিনে তুমি মাতাকে বলবে মাগো,
তোমার সন্তান আজ বিপদে ওগো মা,
রক্ষা করো একটি নেকি দিয়ে।
সেদিন মাতা বলবে,
আমার তো বিয়েই হয় নাই কোনো দিন,
ঐ ধরাতে কেউ ছিল না আমার, ছিলাম একলা।
চিনি না তোমায়, কে তুমি?
এই ধরাতে মাতা বলবে,….
ইয়া নাফসি…. ইয়া নাফসি…..।
তাহলে পরকালে এই যে মা, আমি পরহেজগার না হলে আমাকে অস্বীকার করবে? সত্যি কি ভয়াবহ হবে সেদিন!
পরের পর্বের অপেক্ষায় থাকলাম।
হুম ঠিক বলেছেন কবি।
শুভকামনা রইল সদা।
আমাদের আপন কর্মের হিসাব আমাদেরকেই দিতে হবে। আমীন।
শুভকামনা রইল সদা
শোকরিয়া।