এক ব্যক্তি হবে তোমার এই ধরাতে আপন,
আছে ওর একটি নেক আমল, দেবে উজাড় করে।
তখনই তুমি হাসিতে হাসিতে যাবে চলে জান্নাতের দিকে,
তখন বিভাবরী বলবে ওরে,
তোর কারণে নিজের স্বার্থ যেজন দিল বলি,
তুই তারে কেমনে ফেলে যাস জান্নাতের দিকে চলি।
নিয়ে যা ওরে জান্নাতে।
এখানে ঐ তোমার চির আপন,
ঐ ধরার চেয়ে।
আর বাকিরা বলবে ইয়া নাফসি… ইয়া নাফসি…।
2 thoughts on “পরকালের আপন কে (শেষ পর্ব)”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
এখনতো দুনিয়া ব্যাপী ইয়া নফসি ইয়া নফসি বলা শুরু হয়ে গেছে।
হে আল্লাহ আমাদের ইহকালীন ও পরকালীন কল্যাণ দান করুন। আমিন।
জীবন সমাপ্তির অসাধারণ অর্থবহ একটি ধারাবহিক উপহার দিলেন। শুভেচ্ছা কবি।