জীবন- ২

যে মানবের কথায় জীবনকে জেনেছি
বুঝেছি জীবনের মর্মার্থ,
তাই আজ গায় জীবনের জয় গান।

মানব জীবনকে সত্যের আলো দিতে
লোষ্ট্রাঘাতে রুধিরাক্ত হয়,
জগতে সেই মানব জীবনই মহান।

সেই মহামানবের কথা অনুসারে জীবন গড়লে
ধন্য হবে জীবন,
কিন্তু বর্তমান ফ্যাশনে হবে কষ্ট।

সেই মহামানবের আদর্শ জগতের সেরা
মান তবে দৃঢ়ভাবে,
মানলে হবে না তো কোনো কিছু নষ্ট।

জাহাঙ্গীর আলম অপূর্ব সম্পর্কে

জাহাঙ্গীর আলম অপূর্ব সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার নলছিয়া নামক গ্রামে ১০ ই জুন ২০০১ সালে জন্ম গ্রহণ করেন। তার লেখা গুলো বাস্তব ধর্মীয়। লেখা তার নেশা। সবচেয়ে বেশি ভালো লাগে কবিতা লিখতে। * চরম মুর্খ সেই যে শিক্ষা অর্জন করে নিজের মাতৃভাষা শুদ্ধ ভাবে বলতে পারে না । * আমার কাছে আনুষ্ঠানিক শিক্ষা পদ্ধতি থেকে অনানুষ্ঠানিক শিক্ষা পদ্ধতি শ্রেষ্ঠ।

4 thoughts on “জীবন- ২

  1. আত্ববোধনের কবিতায় সমৃদ্ধ হলাম কবি জাহাঙ্গীর আলম অপূর্ব। নিরাপদে থাকুন।

মন্তব্য প্রধান বন্ধ আছে।