আমি সেই পর্ব -৩

ei-samay

আমি প্রেমিকের হাতের ভগ্ন পৃষ্ঠার সেই ডায়েরিটা,
যেথায় আছে প্রেম বিরহের কষ্টের কথা,
তার অন্তরালে লুকিয়ে থাকা রোমান্টিকতা।

আমি উদ্বাস্তু রোহিঙ্গাদের,
স্বজন হারানোর জর্জরিত বেদনার সেই দৃশ্যটা।
আমি প্যালেস্টাইনের আমজনতার দীর্ঘশ্বাস,
ইজ্জত কেড়ে নেওয়া বোনের সেই আত্মা চিৎকারটা।

আমি ঐ নীল আকাশের সুধাকরের
সেই রাতের আলোটা,
যা চির অম্লান হয়ে রবে,
অন্ধকারের দুর্দিনের যাত্রীর সেই দৃশ্যটা।

আমি দুর্ভিক্ষের ক্ষুধার্ত তৃষ্ণা কঙ্কালের,
সেই বুভুক্ষা কায়াটা।
আমি ধেনুর সেই শাদ্বল দূর্বাঘাসটা,
যা তার কাছে অতি অতুলনীয় খাদ্য।

রচনাকালঃ
০৪/০৫/২০২১

জাহাঙ্গীর আলম অপূর্ব সম্পর্কে

জাহাঙ্গীর আলম অপূর্ব সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার নলছিয়া নামক গ্রামে ১০ ই জুন ২০০১ সালে জন্ম গ্রহণ করেন। তার লেখা গুলো বাস্তব ধর্মীয়। লেখা তার নেশা। সবচেয়ে বেশি ভালো লাগে কবিতা লিখতে। * চরম মুর্খ সেই যে শিক্ষা অর্জন করে নিজের মাতৃভাষা শুদ্ধ ভাবে বলতে পারে না । * আমার কাছে আনুষ্ঠানিক শিক্ষা পদ্ধতি থেকে অনানুষ্ঠানিক শিক্ষা পদ্ধতি শ্রেষ্ঠ।

2 thoughts on “আমি সেই পর্ব -৩

  1. কবিতাটি পড়লাম কবি জাহাঙ্গীর আলম অপূর্ব। আমি বিশ্বাস করি, দৃঢ়চেতা মানসিক গঠনের মন না হলে এমন লিখা তৈরী এবং প্রকাশ করা সম্ভব নয়। সম্মান জানালাম। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. হুম।।

      সত্যি অসাধারণ মন্তব্য করে আমার লেখার অনুপ্রেরণা দেয়ার আমি আপনার কাছে কৃতজ্ঞ। 

      শুভকামনা রইল সদা। 

      ভালো থাকুন। 

      সুস্থ থাকুন সপরিবারে। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

       

মন্তব্য প্রধান বন্ধ আছে।