মাগো আমি তোমাকেই বলছি
আরেক ফাল্গুনে পল্লবঘন বৃক্ষের ছায়া,
হরিৎ দূর্বাঘাস হয়ে জন্ম নিব বাংলার পথ প্রান্তে।
ঐ বিহগের হর্ষের গান হয়ে জন্ম নিব,
মানব মনের উদাসীনতা দূর করে,
আত্ম তৃপ্তি দেবার জন্য ।
শস্যদেবীর বর নিয়ে নতুন রূপে জন্ম নিব,
সুজলা সুফলা সবুজ শ্যামলা সোনার ফসলের ক্ষেতে।
স্বপ্নবিহীন ছোকরার নতুন স্বপ্নের অঙ্কুরোদগম হয়ে জন্ম নিব,
স্বপ্নবিহীন ছোকরার আঁখিতে।
আমি মেঘাচ্ছন্ন দিনে গগনটাতে জন্ম নিব,
উজ্জ্বল তারকারাজি হয়ে ।
আমি ক্লান্ত দুপুরে কৃষাণীর পায়ের ঘুঙুর হয়ে বাজব,
ঐ ফাল্গুন মাসের প্রথম প্রহরে।
রচনাকালঃ
২৯/০৪/২০২১
মনের কথা গুলোন বা শাব্দিক দৃঢ়তা … আপনার লিখায় চমৎকার ভাবে ফুটে উঠে। অভিনন্দন প্রিয় কবি জাহাঙ্গীর আলম অপূর্ব। শুভ সকাল।
সুন্দর মন্তব্য করেছেন প্রিয় কবি।।।
শুভকামনা রইল সতত।