দূর্বাঘাস

একদিন দূর্বাঘাসের ওপর ভর করে আমি এসেছিলাম,
জীবনানন্দ দাশের জলাঙ্গীর ঢেউয়ে ভেজা বাংলায়।
শুধু বাংলাকে নয়ন ভরে দেখার জন্য,
দূর থেকে দূরের কোনো দেশ থেকে,আমি এখানে এসেছি।
এ যাবৎ কবিতা, গল্প, নাটক, উপন্যাস পড়ে জেনেছি
বাংলা সবুজ শ্যামল প্রকৃতির কথা,
আরও জেনেছি বীরের বীরত্বের কষ্ট জর্জরিত বেদনার কথা,
তবু জানার কৌতূহলের সমাপ্তি হয়নি।

তাই পিছনে হাজারো চরণ ফেলে এসেছি,
ইতিহাস ঐতিহ্যে ঘেরা দেশে।
এত সুন্দর ঐতিহাসিক স্থাপত্য শৈলী গুলো,
যা কবিতা, গল্প, নাটক উপন্যাসের বর্ণনার থেকে অতি অতুলনীয়, আহা মনে ভরে যায়।
দূর্বাঘাসের ওপর ভর করে আসা আমার সার্থক।

রচনাকালঃ
০৭/০৫/২০২১

জাহাঙ্গীর আলম অপূর্ব সম্পর্কে

জাহাঙ্গীর আলম অপূর্ব সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার নলছিয়া নামক গ্রামে ১০ ই জুন ২০০১ সালে জন্ম গ্রহণ করেন। তার লেখা গুলো বাস্তব ধর্মীয়। লেখা তার নেশা। সবচেয়ে বেশি ভালো লাগে কবিতা লিখতে। * চরম মুর্খ সেই যে শিক্ষা অর্জন করে নিজের মাতৃভাষা শুদ্ধ ভাবে বলতে পারে না । * আমার কাছে আনুষ্ঠানিক শিক্ষা পদ্ধতি থেকে অনানুষ্ঠানিক শিক্ষা পদ্ধতি শ্রেষ্ঠ।

2 thoughts on “দূর্বাঘাস

  1. কবিতার ভাববোধনের প্রতি সম্মান জানালাম। অভিনন্দন কবি অপূর্ব। শুভ সকাল। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. শুভকামনা রইল সদা প্রিয় কবি।

      ভালো থাকুন সদা। 

মন্তব্য প্রধান বন্ধ আছে।