কবিতার কথা

আমি কবির ভাষায় ছন্দে ছন্দে,
কবিতার কথা বলি।
গাঁয়ের সহজ পথটা বেয়ে
দীঘল সবুজ শ্যামল প্রকৃতির পথটা চলি।

আমি ঝাঁকে ঝাঁকে উড়ন্ত পাখির মতো,
বিকেলে কলরব করি,
স্রোতস্বিনীর মোহনায় জেলেদের সাথে
রুই, কাতলা কত মাছ ধরি।

আমি শরতের আকাশে ভাসমান,
শুভ্র মেঘের ভেলা
পদ্মার তীরে স্নিগ্ধ দুপুরে দূরন্ত কিশোরা
করে কত রঙের খেলা।

আমি চলন্ত নাটাইয়ের সুতোয় গাঁথা,
শিশুর আনন্দময় কবিতা,
তৃষ্ণাতুর পথিকের মরুভূমিতে প্রাণসঞ্চারণের
সেই কষ্টের জীবনের ছবিটা।

আমি রাখালের বাঁশির সুরে আমজনতার
আনন্দঘন মূহুর্ত,
পড়ন্ত বিকেলে পথিকের ক্লান্ত ভাবে
চলার কত শর্ত।

রচনাকালঃ
০২/০৪/২০২১

জাহাঙ্গীর আলম অপূর্ব সম্পর্কে

জাহাঙ্গীর আলম অপূর্ব সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার নলছিয়া নামক গ্রামে ১০ ই জুন ২০০১ সালে জন্ম গ্রহণ করেন। তার লেখা গুলো বাস্তব ধর্মীয়। লেখা তার নেশা। সবচেয়ে বেশি ভালো লাগে কবিতা লিখতে। * চরম মুর্খ সেই যে শিক্ষা অর্জন করে নিজের মাতৃভাষা শুদ্ধ ভাবে বলতে পারে না । * আমার কাছে আনুষ্ঠানিক শিক্ষা পদ্ধতি থেকে অনানুষ্ঠানিক শিক্ষা পদ্ধতি শ্রেষ্ঠ।

4 thoughts on “কবিতার কথা

  1. কবিতায় প্রাণঢালা শুভ কামনা প্রিয় কবি জাহাঙ্গীর আলম অপূর্ব। শুভ সকাল। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. শুভকামনা রইল।।। 

  2. দারুণ।  অনেক ভালো লেগেছে।  

    শুভকামনা রইল।  

    1. শুভকামনা রইল সদা 

মন্তব্য প্রধান বন্ধ আছে।