প্রাণ পাখি

হায় প্রাণ পাখি, তুমি তো একদিন চলে যাবে,
চলে যাবে আমার এই চঞ্চল পিঞ্জিরা ছেড়ে।
তখন আমি পড়ে রব হরিৎ দূর্বাঘাসের উপর,
ক্লান্ত দুপুরে মাঠে ভিতর জীর্ণ শীর্ণ অবস্থায়।
শত চেষ্টা করে কেউ প্রাণ পাখি প্রতিস্থাপন করতে পারবে না,
আধুনিক সভ্যতার যুগে।
হায় পাখি, তুমি একবার চলে গেলে,
না আস তাতে আবার তাতে ফিরে।
জনম জনম সাধনা করেও ব্যর্থ নিরাশ।

হে পাখি যতদিন তুমি এ পিঞ্জিরাতে বিরাজ করবে
ততদিন থাকবে এই পিঞ্জিরার বাহার,
গেলে চলে তুমি থাকবে না কিছু আর।
সৃজনকারীর লীলা বোঝা বড় দায়,
কেন পাঠালেন, আবার কেন নিবেন?

রচনাকালঃ
৩০/০৪/২০২১

জাহাঙ্গীর আলম অপূর্ব সম্পর্কে

জাহাঙ্গীর আলম অপূর্ব সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার নলছিয়া নামক গ্রামে ১০ ই জুন ২০০১ সালে জন্ম গ্রহণ করেন। তার লেখা গুলো বাস্তব ধর্মীয়। লেখা তার নেশা। সবচেয়ে বেশি ভালো লাগে কবিতা লিখতে। * চরম মুর্খ সেই যে শিক্ষা অর্জন করে নিজের মাতৃভাষা শুদ্ধ ভাবে বলতে পারে না । * আমার কাছে আনুষ্ঠানিক শিক্ষা পদ্ধতি থেকে অনানুষ্ঠানিক শিক্ষা পদ্ধতি শ্রেষ্ঠ।

5 thoughts on “প্রাণ পাখি

  1. তুমি একবার চলে গেলে,
    না আস তাতে আবার তাতে ফিরে।
    জনম জনম সাধনা করেও ব্যর্থ নিরাশ। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. শুভকামনা রইল।।। 

    2. শুভকামনা রইল 

    1. শুভকামনা রইল 

মন্তব্য প্রধান বন্ধ আছে।