মেঘ কুমারী, মেঘ কুমারী
তোর বাড়ি কই,
স্বপ্নে আমি দেখেছি তোরে
তুই আমার সই।
আমার বাড়ি আসিস যদি
বসতে দেব পিড়ে,
শরতকাল তোকে নিয়ে ঘুরব আমি
কাশফুলের ভীড়ে।
আমার বাড়ির আতা ডালিম
তোকে দিব খেতে,
চলে যেতে চাইলে তুই
আমি যাব সাথে ।
গগন জুড়ে ভেসে বেড়াস
নানা রঙের বেশে,
তা আমি দেখি ওরে
দিনের ঐ না শেষে।
রচনাকালঃ
২৭/১০/২০২০
চমৎকার ছড়াপদ্য উপহার দিয়েছেন কবি জাহাঙ্গীর আলম অপূর্ব।
শুভকামনা রইল প্রিয় কবি।।।