টাপুর টুপুর পড়ে বৃষ্টি
দেয়ার একটু ডাক,
পুকুর ডোবাতে সদা চলে
সোনা ব্যাঙের হাঁক।
সোনা ব্যাঙ, কুনোব্যাঙ
ব্যাঙের নানা জাত,
লাফালাফি করে তারা
ছোট্ট দু’টা হাত।
দেয়ার ডাকে ময়ূর নাচে
ঐ না ঘরের কোণে,
গাছ পালা সব ভেঙে শেষ
ঐ না গহিন বনে।
বৃষ্টির পর রংধনুর সপ্ত রঙ
আকাশ থেকে পড়ে,
তা দেখার জন্য শিশুরা
দীর্ঘ লাইন ধরে।
বৃষ্টির পর প্রকৃতি আবার
নতুন রুপে সাজে,
নতুন মেঘের আগমনে ব্যাঙদের
নতুন বাদ্য বাজে।
ছড়া পদ্যে বৃষ্টি অনেক ভালোবাসা প্রিয় কবি।
দারুণ মন্তব্য করেছেন।
শুভকামনা রইল।
Very excellent post
শুভকামনা রইল