বৃষ্টি পর্ব -২

245f8

টাপুর টুপুর পড়ে বৃষ্টি
দেয়ার একটু ডাক,
পুকুর ডোবাতে সদা চলে
সোনা ব্যাঙের হাঁক।

সোনা ব্যাঙ, কুনোব্যাঙ
ব্যাঙের নানা জাত,
লাফালাফি করে তারা
ছোট্ট দু’টা হাত।

দেয়ার ডাকে ময়ূর নাচে
ঐ না ঘরের কোণে,
গাছ পালা সব ভেঙে শেষ
ঐ না গহিন বনে।

বৃষ্টির পর রংধনুর সপ্ত রঙ
আকাশ থেকে পড়ে,
তা দেখার জন্য শিশুরা
দীর্ঘ লাইন ধরে।

বৃষ্টির পর প্রকৃতি আবার
নতুন রুপে সাজে,
নতুন মেঘের আগমনে ব্যাঙদের
নতুন বাদ্য বাজে।

জাহাঙ্গীর আলম অপূর্ব সম্পর্কে

জাহাঙ্গীর আলম অপূর্ব সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার নলছিয়া নামক গ্রামে ১০ ই জুন ২০০১ সালে জন্ম গ্রহণ করেন। তার লেখা গুলো বাস্তব ধর্মীয়। লেখা তার নেশা। সবচেয়ে বেশি ভালো লাগে কবিতা লিখতে। * চরম মুর্খ সেই যে শিক্ষা অর্জন করে নিজের মাতৃভাষা শুদ্ধ ভাবে বলতে পারে না । * আমার কাছে আনুষ্ঠানিক শিক্ষা পদ্ধতি থেকে অনানুষ্ঠানিক শিক্ষা পদ্ধতি শ্রেষ্ঠ।

4 thoughts on “বৃষ্টি পর্ব -২

  1. ছড়া পদ্যে বৃষ্টি অনেক ভালোবাসা প্রিয় কবি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. দারুণ মন্তব্য করেছেন। 

      শুভকামনা রইল। 

মন্তব্য প্রধান বন্ধ আছে।