আয় খোকা, আয় খুকি
নাইতে মোরা যাই,
নাইতে গিয়ে মোরা সবাই
শাপলা শালুক পাই।
শাপলা শালুক তুলে মোরা
খেলব নানা খেলা,
বিকেল হলে সবাই মিলে
কাননে বসব মেলা।
বিকেলে প্রজাপতি দলের সাথে
ছুটব মোরা ক’জন,
বিদীর্ণ প্রহরে পল্লব ঘনে ডালে
পাখি করে কুজন।
গোধূলি লগ্নে লুকোচুরি
পড়তে বসা ফাঁকা,
খেতে গেলে মামুনির কাছে
শুনতে হবে বকা।
রচনাকাল
২৭/০৫/২০২১
মুগ্ধকাড়া সরল পদ্য কবিতা। দারুণ কবি
অপূর্ব মন্তব্য করেছেন।
শুভকামনা রইল
বেশ ছন্দময় কবি দা
শুভকামনা রইল প্রিয় কবি