এই নদী নক্ষত্র দেশে,
আমি তো এসেছি অচিনপুর থেকে
মুসাফিরের বেশে।
থাকব কয় দিন,
সৃষ্টিকর্তা আয়ু রেখেছে যতদিন ।
তারপর চলে যাব যে কোথায়,
সৃষ্টিকর্তা নিয়ে যাবে যেথায়।
যেখানকার খবর কেউ নেই নেবার
সুখ বা দুঃখের নেই কেউ শোনার।
রচনাকালঃ
২৯/০৪/২০২১
এই নদী নক্ষত্র দেশে,
আমি তো এসেছি অচিনপুর থেকে
মুসাফিরের বেশে।
থাকব কয় দিন,
সৃষ্টিকর্তা আয়ু রেখেছে যতদিন ।
তারপর চলে যাব যে কোথায়,
সৃষ্টিকর্তা নিয়ে যাবে যেথায়।
যেখানকার খবর কেউ নেই নেবার
সুখ বা দুঃখের নেই কেউ শোনার।
রচনাকালঃ
২৯/০৪/২০২১
মন্তব্য প্রধান বন্ধ আছে।
বহুধা গড়নের লিখা উপহারে আপনার জুড়ি পাওয়া ভার।
জন্মদিনের শুভেচ্ছা রইলো প্রিয় কবি অপূর্ব।
শুভকামনা রইল