মধ্যবিত্ত পরিবার

মধ্যবিত্ত পরিবারের শুধু কষ্ট আর কষ্ট
হয় না তো স্বপ্ন পূরণ, স্বপ্ন গুলো হয় শুধু নষ্ট।
বলতে পারে না তো তাদের অভাব অনাটন কথা
সদা ঘুরে বেড়ায় বুকে নিয়ে গিরি সমতুল ব্যাথা।
কেউ নেই মধ্যবিত্ত পরিবারের সদস্যদের কথা শোনার,
সমাজে কেউ নেই তাদের বিষয়ে জানার।
দূর্যোগের ঘনঘটা বেশ তারা কি আছে ভালো,
করোনা সংক্রমণের তীব্রতা ভীষণ ভীষণ কালো।
খেয়ে না খেয়ে কেটে যায় তাদের কত যে, কত দিন
শ্রমিক হয়ে ঘাম ঝরিয়ে শোধ করে তারা পেটের ঋণ।
মধ্যবিত্ত পরিবারের সদস্যদের যে কত বিচিত্র করুন দশা
সদা জীবন সংগ্রামের দীর্ঘ প্রতীক্ষা আর মনে নানা আশা।
একটু একটু স্বপ্ন নিয়ে তারা আজও আছে বেঁচে
অতীত দিনগুলো যে কত বেদনা বিধুর তাদের গেছে।
চাই না আর জীবনে এমন একটি পরিবার
সুখ তো নেই শুধু দুঃখ বিহীন কিছু নাই জীবনে আর।
পৃথিবীর সবচেয়ে বড় অভিনেতা মধ্যবিত্ত পরিবারের লোক
কষ্টে থেকে সুখের অভিনয় করতে হয় থোক থোক।

জাহাঙ্গীর আলম অপূর্ব সম্পর্কে

জাহাঙ্গীর আলম অপূর্ব সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার নলছিয়া নামক গ্রামে ১০ ই জুন ২০০১ সালে জন্ম গ্রহণ করেন। তার লেখা গুলো বাস্তব ধর্মীয়। লেখা তার নেশা। সবচেয়ে বেশি ভালো লাগে কবিতা লিখতে। * চরম মুর্খ সেই যে শিক্ষা অর্জন করে নিজের মাতৃভাষা শুদ্ধ ভাবে বলতে পারে না । * আমার কাছে আনুষ্ঠানিক শিক্ষা পদ্ধতি থেকে অনানুষ্ঠানিক শিক্ষা পদ্ধতি শ্রেষ্ঠ।

4 thoughts on “মধ্যবিত্ত পরিবার

  1. শুভ কামনা প্রিয় কবি জাহাঙ্গীর আলম অপূর্ব।

    নিজ পোস্ট সহ সতীর্থ লিখকদের পোস্টেও আপনার মন্তব্য চাই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. শুভকামনা রইল।।।। 

মন্তব্য প্রধান বন্ধ আছে।