ঋতুচক্রে বাংলাদেশ

৬+৬/৬+২ মাত্রা বৃত্ত

বাংলাদেশের ষড়ঋতু ওই
আসে নানাভাবে তাই
এমন স্নিগ্ধ পরিবেশ বুঝি
ধরা বুকে কভু নাই।

হঠাৎ বৃষ্টি বর্ষাকালের
থামে না’তো কভু
বর্ষার রাণী যে কদম কেয়া
ফুটে যায় ভাই তবু।

নদীর তীরের ফোটে কাশফুল
ইচ্ছে করে তুলে নিতে
শীতের হিমেলে খেজুরের রস
পিঠাপুলি ওই গীতে ।

বসন্তেরই আগমন শুনে
কোকিল গাইছ গান
সবুজ বৃক্ষে নতুন সাজের
জুড়ায় রে মন প্রাণ।

আম জাম লিচু পাকে ফল কিছু
খেতে মজা ভালো
পাকা জাম ওই দেখতে ভাই’রে
ভীষণ ভীষণ কালো।

রচনাকালঃ
০৫/০৭/২০২১

জাহাঙ্গীর আলম অপূর্ব সম্পর্কে

জাহাঙ্গীর আলম অপূর্ব সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার নলছিয়া নামক গ্রামে ১০ ই জুন ২০০১ সালে জন্ম গ্রহণ করেন। তার লেখা গুলো বাস্তব ধর্মীয়। লেখা তার নেশা। সবচেয়ে বেশি ভালো লাগে কবিতা লিখতে। * চরম মুর্খ সেই যে শিক্ষা অর্জন করে নিজের মাতৃভাষা শুদ্ধ ভাবে বলতে পারে না । * আমার কাছে আনুষ্ঠানিক শিক্ষা পদ্ধতি থেকে অনানুষ্ঠানিক শিক্ষা পদ্ধতি শ্রেষ্ঠ।

2 thoughts on “ঋতুচক্রে বাংলাদেশ

  1. প্রাণঢালা শুভেচ্ছা রইলো প্রিয় কবি অপূর্ব। শুভ দিন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. শুভকামনা রইল প্রিয় কবি।। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।