৬+৬+৬+২
সুদের টাকায় ভোজন রে ভাই
সুদের টাকায় বাড়ি
সুদের টাকায় বিশাল বিশাল
কিনছো অনেক গাড়ি।
সুদের টাকায় ভোজন তোমার
মুখে চমৎকার বুলি,
সাধুর পোশাকে সাধু সেজে ভাই
দিনেই ছাড়ায় ধুলি।
কোনটি সঠিক কোনটি বেঠিক
বোঝার সময় নাই
পাপে পাপে নষ্ট জীবন
শুধুই টাকায় চাই।
সুদের টাকায় মন ভরা যার
সুদের টাকায় সব
কথায় কথায় অনায়াসে বলে
বিধাতা আমার রব।
গরিব লোকেরে টাকা ধার দিয়ে
ভাই নেয় সুদ চড়া,
পাপে পাপে ভরে গেছে রে লিখিল
এই না রে ভাই ধরা।
রচনাকালঃ
১১/০৭/২০২১
অনিন্দ্য সুন্দর লেখনশৈলী মুগ্ধতা সীমাহীন। শুভকামনা রইলো।
শুভকামনা রইল
সুন্দর লিখেছেন। ♥️
শুভকামনা রইল।।।
সুকঠিনে সহজ চেনা সরল এই বাস্তবতা। আজন্মকাল দেখে আসছি।
শুভকামনা রইল।।
সুন্দর লিখেছেন দাদা। শুভকামনা সবসময়।
শুভকামনা রইল।।।।