সুদের টাকায় সব

৬+৬+৬+২

সুদের টাকায় ভোজন রে ভাই
সুদের টাকায় বাড়ি
সুদের টাকায় বিশাল বিশাল
কিনছো অনেক গাড়ি।

সুদের টাকায় ভোজন তোমার
মুখে চমৎকার বুলি,
সাধুর পোশাকে সাধু সেজে ভাই
দিনেই ছাড়ায় ধুলি।

কোনটি সঠিক কোনটি বেঠিক
বোঝার সময় নাই
পাপে পাপে নষ্ট জীবন
শুধুই টাকায় চাই।

সুদের টাকায় মন ভরা যার
সুদের টাকায় সব
কথায় কথায় অনায়াসে বলে
বিধাতা আমার রব।

গরিব লোকেরে টাকা ধার দিয়ে
ভাই নেয় সুদ চড়া,
পাপে পাপে ভরে গেছে রে লিখিল
এই না রে ভাই ধরা।

রচনাকালঃ
১১/০৭/২০২১

জাহাঙ্গীর আলম অপূর্ব সম্পর্কে

জাহাঙ্গীর আলম অপূর্ব সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার নলছিয়া নামক গ্রামে ১০ ই জুন ২০০১ সালে জন্ম গ্রহণ করেন। তার লেখা গুলো বাস্তব ধর্মীয়। লেখা তার নেশা। সবচেয়ে বেশি ভালো লাগে কবিতা লিখতে। * চরম মুর্খ সেই যে শিক্ষা অর্জন করে নিজের মাতৃভাষা শুদ্ধ ভাবে বলতে পারে না । * আমার কাছে আনুষ্ঠানিক শিক্ষা পদ্ধতি থেকে অনানুষ্ঠানিক শিক্ষা পদ্ধতি শ্রেষ্ঠ।

8 thoughts on “সুদের টাকায় সব

  1. অনিন্দ্য সুন্দর লেখনশৈলী মুগ্ধতা সীমাহীন। শুভকামনা রইলো।

  2. সুকঠিনে সহজ চেনা সরল এই বাস্তবতা। আজন্মকাল দেখে আসছি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

  3. সুন্দর লিখেছেন দাদা। শুভকামনা সবসময়।

মন্তব্য প্রধান বন্ধ আছে।