রূপবতী ললনা

৪+৪/৪+১

রুপে গুনে স্বরস্বতী
লক্ষীবন্ত ওই মন,
হাসি মজা নানা খেলা
চলে সবার ওই সন।

দৃপ্ত পায়ে হেঁটে চলা
ইচ্ছে খুশি মত,
তার যে রুপের শোভা বলতে
করণিক যে শত।

দেখে যেজন প্রেমে পড়ে
রূপবতীর যে রুপ,
পূজা করতে লাগে যেমন
আগর বাতি আর ধুপ।

মন ছুয়ে যায় তারই রুপে
ভেবে পায়’না কিছু,
দিবানিশি স্বপ্ন দেখি
ঘুরছি যে তার পিছু।

এলোমেলো ভাবনা গুলো
আর কি হবে বলা,
না পাওয়ার ওই আগুন নিয়ে
জীবন যুদ্ধে চলা।

জাহাঙ্গীর আলম অপূর্ব সম্পর্কে

জাহাঙ্গীর আলম অপূর্ব সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার নলছিয়া নামক গ্রামে ১০ ই জুন ২০০১ সালে জন্ম গ্রহণ করেন। তার লেখা গুলো বাস্তব ধর্মীয়। লেখা তার নেশা। সবচেয়ে বেশি ভালো লাগে কবিতা লিখতে। * চরম মুর্খ সেই যে শিক্ষা অর্জন করে নিজের মাতৃভাষা শুদ্ধ ভাবে বলতে পারে না । * আমার কাছে আনুষ্ঠানিক শিক্ষা পদ্ধতি থেকে অনানুষ্ঠানিক শিক্ষা পদ্ধতি শ্রেষ্ঠ।

6 thoughts on “রূপবতী ললনা

  1. এলোমেলো ভাবনা গুলো
    আর কি হবে বলা,
    না পাওয়ার ওই আগুন নিয়ে
    জীবন যুদ্ধে চলা। ___ এই তো জীবন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. হুম ঠিক বলেছেন কবি।।
      শুভকামনা রইল সতত।।।। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

  2. এলোমেলো ভাবনা গুলো
    আর কি হবে বলা,
    না পাওয়ার ওই আগুন নিয়ে
    জীবন যুদ্ধে চলা।

    এভাবেই জীবন যুদ্ধে অংশগ্রহণ করা।

মন্তব্য প্রধান বন্ধ আছে।