৪+৪/৪+৪/৪+২
মায়ের মতো দেশের মাটি
তার মতো কি আছে খাঁটি
সুখে দুখে থাকি,
সোনা ফসল মাঠে ফলে
গরু নিয়ে রাখাল চলে
মায়া জালে রাখি।
কামার কুমার জেলে চাষা
তাদের মুখের সরল ভাষা
মিটায় নানা আশা,
পাখির গানে মুগ্ধ করে
বর্ষাকালে বৃষ্টি ঝরে
বাবুইপাখির বাসা।
ধূলিকণা রাস্তা ঘাটে
পশ্চিম দিকে সূর্য পাটে
হয়তো নানা খেলা,
সারা দেশের সকল কিছু
দেখার জন্য ঘুরি পিছু
ঐতিহাসিক মেলা।
দেশের জন্য জীবন মুখে
আছি মম সুখে দুখে
স্নেহ লালন করি,
একে অন্যের পাশে থাকি
হাসি মজায় ভরে রাখি
শুধু দেশে ভরি।
রচনাকালঃ
১৯/০৭/২০২১
মায়ের মতো দেশের মাটি … তার মতো কি আছে খাঁটি !! দেশ ভালোবাসি।
শুভকামনা রইল
ভালো লিখেছেন, দাদা। শুভকামনা থাকলো।
শুভকামনা রইল দাদা