দেশ

images

৪+৪/৪+৪/৪+২

মায়ের মতো দেশের মাটি
তার মতো কি আছে খাঁটি
সুখে দুখে থাকি,
সোনা ফসল মাঠে ফলে
গরু নিয়ে রাখাল চলে
মায়া জালে রাখি।

কামার কুমার জেলে চাষা
তাদের মুখের সরল ভাষা
মিটায় নানা আশা,
পাখির গানে মুগ্ধ করে
বর্ষাকালে বৃষ্টি ঝরে
বাবুইপাখির বাসা।

ধূলিকণা রাস্তা ঘাটে
পশ্চিম দিকে সূর্য পাটে
হয়তো নানা খেলা,
সারা দেশের সকল কিছু
দেখার জন্য ঘুরি পিছু
ঐতিহাসিক মেলা।

দেশের জন্য জীবন মুখে
আছি মম সুখে দুখে
স্নেহ লালন করি,
একে অন্যের পাশে থাকি
হাসি মজায় ভরে রাখি
শুধু দেশে ভরি।

রচনাকালঃ
১৯/০৭/২০২১

জাহাঙ্গীর আলম অপূর্ব সম্পর্কে

জাহাঙ্গীর আলম অপূর্ব সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার নলছিয়া নামক গ্রামে ১০ ই জুন ২০০১ সালে জন্ম গ্রহণ করেন। তার লেখা গুলো বাস্তব ধর্মীয়। লেখা তার নেশা। সবচেয়ে বেশি ভালো লাগে কবিতা লিখতে। * চরম মুর্খ সেই যে শিক্ষা অর্জন করে নিজের মাতৃভাষা শুদ্ধ ভাবে বলতে পারে না । * আমার কাছে আনুষ্ঠানিক শিক্ষা পদ্ধতি থেকে অনানুষ্ঠানিক শিক্ষা পদ্ধতি শ্রেষ্ঠ।

4 thoughts on “দেশ

  1. মায়ের মতো দেশের মাটি … তার মতো কি আছে খাঁটি !! দেশ ভালোবাসি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।