সাদা কালো (সনেট)

সেক্সপেরীয় সনেট ৮+৬
অষ্টকঃ ABAB CDCD
ষষ্টকঃ EFEF GG

চর্ম দিয়ে নাহি করো নর নারী রায়
সবাই মানুষ তবে কেন দ্বৈব ভাই
জীবন নদীর মাঝি হয়ে নৌকা বায়
সবাই মানুষ মোর কাছে দ্বৈব নাই।

সাদা নর নারী আর কালোদের রক্ত
আছে কিরে কভু দ্বৈব দেখো এসে কাছে
ভ্রাতৃত্বের বন্ধনে যে সাদা কালো শক্ত
মিলেমিশে থাকে সবে একে অন্য পাছে।

সবে মিলে হয়ে গাহি মনুষ্যের গান
ধরার বুকেতে সবে মিলে মিশে থাকো
একে অপরের পাশে জুড়ে দাও প্রাণ
মনে গভীরে হিংসা দ্বেষ নাহি রাখো।

বর্ণ ভেদ ভুলে হাতে হাতে রেখে চলো
আমরা সবে মানুষ এক কণ্ঠে বলো।

রচনাকালঃ
২৭/০৭/২০২১

জাহাঙ্গীর আলম অপূর্ব সম্পর্কে

জাহাঙ্গীর আলম অপূর্ব সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার নলছিয়া নামক গ্রামে ১০ ই জুন ২০০১ সালে জন্ম গ্রহণ করেন। তার লেখা গুলো বাস্তব ধর্মীয়। লেখা তার নেশা। সবচেয়ে বেশি ভালো লাগে কবিতা লিখতে। * চরম মুর্খ সেই যে শিক্ষা অর্জন করে নিজের মাতৃভাষা শুদ্ধ ভাবে বলতে পারে না । * আমার কাছে আনুষ্ঠানিক শিক্ষা পদ্ধতি থেকে অনানুষ্ঠানিক শিক্ষা পদ্ধতি শ্রেষ্ঠ।

2 thoughts on “সাদা কালো (সনেট)

  1. নিরীক্ষাধর্মী লিখাটি ভালো উঠে এসেছে। অল দ্য বেস্ট কবি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।