৪+৪/৪+১
তুমি আমার সোনার পাখি
তুমিই আমার জান
রোজ বিকেলে হর্ষে ধরে
মিষ্টি মধুর গান।
তুমি আমার আশার আলো
তুমিই আমার সব
তোমায় নিয়ে নিত্য বলি
আল্লাহ আমার রব।
তুমি আমার চাঁদের মতো
বিভোর করা প্রাণ
তুমি আমার শুধু চাওয়া
তুমিই আমার মান।
তোমায় নিয়ে স্বপ্ন দেখি
তুমি আমার চাঁদ
তুমি আমার আমি তোমার
রেখে না’রে ফাঁদ।
যুগল বন্দী জীবনে ওই
থাকে না’রে দুখ
হাতে হাতে রেখে আমরা
লাভ করবো সুখ।
রচনাকালঃ
০৪/২০২১
———————–
বর্ষাকাল
জাহাঙ্গীর আলম অপূর্ব
৪+৪+৪+২/৪+৩
জলে থৈথৈ করে রে ভাই বর্ষার ওই না সময়
শিশুদের ওই নাইতে ভয়
হাসি মজার নিত্য হয়
সুন্দর সুন্দর কথা কয়
শাপলা শালুক ফুলে ফুলে ভরে গেছে মৃন্ময়।
ভেলা চড়ে ঘোরাঘুরি বন্ধুদের ওই সনে
দিবানিশি ভাবি তাই
বহু কিছু দেখতে’রে পাই
নানা রকম কাঁদা ভাই
মনের খুশি দেখা যায় রে আনন্দ যে ক্ষণে।
জেলেরা সব ধরেছে মাছ তটের সবাই ওই পাশ
ছোটো ছোটো নানা মাছ
দেখতে চাই যে বারো মাস
জলের তলে প্রচুর ঘাস।
টোপা পানা ক্ষুদি পানা জলে ইচ্ছে ওই ভাস।
সাতার কেটে বর্ষাকালে নানা যে হয় খেলা
লাফালাফি করেছি
নানা বাজি ধরেছি
পিছলে কত পড়েছি
মন আনন্দে সবার সাথে ঘোরা নিয়ে ভেলা ।
রচনাকালঃ
২৭/০৬/২০২১
দৈনন্দিন আপনার কবিতায় যে মেধা এবং মননের পরিচয় পাই …
তাতে করে বিস্মিতই হতে হয়। শুভকামনা জানবেন কবি।
মন্তব্য পেয়ে লেখার অনুপ্রেরণা পেলাম।

শুভকামনা রইল সতত প্রিয় কবি।।।