শ্রাবণের বৃষ্টির দিন
৪+৪+৪+২ স্বরবৃত্ত ছন্দ
শ্রাবণের ওই সন্ধ্যা বেলা ফুলের সৌরভ মনে
গৃহবধূ প্রদীপ হাতে যায় রে ক্ষণে ক্ষণে।
সন্ধ্যা বেলায় নানা খেলা সাথে পাখি ডাকে
গভীর রাতে জোনাক জ্বলে শেয়ালেরা হাঁকে।
সন্ধ্যা বেলায় ঝিঁঝির ডাকে মনটা ভীষণ ভালো
আঁধার পথে চলে বধু সাথে জোনাক আলো।
ফুলের গন্ধ চারিদিকে হালকা ঝিরঝির বৃষ্টি
বর্ষাকালে নদের জলে হয় যে অনাসৃষ্টি।
দলে দলে হাঁসেরা সব শুঁকে কলমির গন্ধ
চারিদিকে জলে জলে সকল জায়গা বন্ধ।
আকাশ জুড়ে মেঘের ভেলা করে ঘোরাঘুরি
ছেলেমেয়ে সবে খেলে তবে নানা লুকোচুরি।
বর্ষাকালে প্রকৃতি তার আসল রুপে সাজে
ক্ষণে ক্ষণে বৃষ্টি সাথে হঠাৎ দেয়া বাজে।
কালো মেঘের আড়ালে রোদ সতত লুকে থাকে
কলমি কদম কেয়া ফুলে গন্ধ ভরে রাখে।
বর্ষাকালে নদের জলে ভেলা চড়ে ভাসে
নদের জলে কোথা থেকে খুব কচুরি আসে।
প্রভাতকালে ফুলের উপর হালকা পানি পড়ে
নিত্য নতুন ভ্রমর এসে নানা গান যে ধরে।
রচনাকালঃ
১৬/০৭/২০২১
———————————————
সোনালী রবি
জাহাঙ্গীর আলম অপূর্ব
৪+৪/৪+২
পুবাকাশে প্রভাতকালে
উঠলো সোনা রবি
চারিদিকে আলো ছাড়ায়
কি অপরুপ ছবি।
পাখির ডাকে হলুদ আভা
ভীষণ লাগে ভালো,
একদিন রবি না উঠিলে
ধরা হবে কালো।
রবির আলো ঝিকিমিকি
জলের উপর পড়ে,
তাই না দেখে মাছরাঙা ভাই
প্রচুর মাছ ওই ধরে।
ঘাসের বুকে শিশির কণা
প্রভাতকালের আলো,
কবির লেখা কাব্য খানি
ভীষণ লাগে ভালো।
রচনাকালঃ
১৬/০৭/২০২১
কালো মেঘের আড়ালে রোদ সতত লুকে থাকে
কলমি কদম কেয়া ফুলে গন্ধ ভরে রাখে।
দারুণ মন্তব্য করেছেন প্রিয় কবি।।।
শুভকামনা রইল সতত।।।।
মুগ্ধকর কাব্য,
শুভকামনা রইল