বীর
– জাহাঙ্গীর আলম অপূর্ব
৪+৪/৪+১
বীরত্ব যার যুদ্ধে ক্ষেত্রে
নয়তো আসল বীর,
রাগের সময় রাগ দমিয়ে
উচু রাখে শির।
অতি রাগে ক্ষতি আসে
বিজ্ঞজনে কয়,
অতি রাগলে সেইজনই তো
গভীর জ্ঞানী নয়।
রাগের ফলটা বড় কঠিন
জানে সবাই ভাই,
রাগের মতো বড় পাষাণ
আর তো কিছু নাই।
যুদ্ধে ক্ষেত্রের বীরত্বের তো
অতি সহজ কাজ,
রাগ দমাতে গেলে মাথায়
ভেঙে পড়ে বাজ।
আগুন জ্বলে হঠাৎ করে
নিভে গেলে ছাই,
রাগটা কমে গেলে পরে
মনে ব্যথা পাই।
রচনাকালঃ
২১/০৮/২০২১
——————————————–
জীবনমুখী
জাহাঙ্গীর আলম অপূর্ব
স্বরবৃত্ত ছন্দঃ৩+৩/৩+১
পাখির ডাক খুকির হাঁক
মনে হয় ভয়,
চলে দিন আছে ঋণ
কি জানি হয়।
ভোর বেলা হয় খেলা
গেয়ে যায় গান,
ফোটে ফুল জাতের কূল
উদাসীন প্রাণ।
নেইতো সুখ জীবন মুখ
কিছু চাই না,
হেটে যায় গানটি গায়
জীবনে যা।
কর্ম নাই ধর্ম চাই
প্রাণ মুখে ভাই
জীবন ওই প্রাণের সই
কিছু পায় নাই।
দুখের ভেল নানা খেল
দুখ ভরা চোখ,
কাজ ছাড়া প্রাণ হারা
মন পুরো শোক।
রচনাকালঃ
১৭/০৭/২০২১
খুব সুন্দর প্রকাশ
শুভ কামনা রইলো।
সুন্দর মন্তব্য করেছেন প্রিয় কবি।।
শুভকামনা রইল সতত।।।
জীবন বাস্তবতায় ঘেরা দুই দুইটি লিখা উপহার। বেশ। শুভ কামনা কবি অপূর্ব। নিজে লিখুন এবং আপনার সহ-ব্লগারদের লিখায় আপনার মতামত দিন। ধন্যবাদ।
সুন্দর মন্তব্য করেছেন প্রিয় কবি।।
শুভকামনা রইল সতত।।।
অসাধারণ কবি দা
সুন্দর মন্তব্য করেছেন প্রিয় কবি।।
শুভকামনা রইল সতত।।।