আমার দেশ, কর্মের জন্য

আমার দেশ
– জাহাঙ্গীর আলম অপূর্ব
অক্ষরবৃত্ত ছন্দ ৮+৬

প্রজাপতি ধেয়ে চলে পারিজাত ফুলে
পরাগায়ন করাবে সব আশা ভুলে,
সবুজ শ্যামল ছায়া মনে বহু মায়া
নদীর জলে ভাসতে দেখি মাছে কায়া।

কি সুন্দর যে আমার জন্মভূমি দেশ
যার রূপের শোভার কভু নেই শেষ,
গাছে গাছে ফুলে ফলে পাখি গায় কত
নদী জলে টলমল স্রোত থাকে শত।

লাঙ্গল জোয়াল কাঁধে চাষি চলে মাঠে
তরাতে তরী ভাসে যে মাঝি আছে ঘাটে,
বাবুইপাখি যে ভালো তৈরি করে বাসা
সাথীকে কাছে আনার জন্য মনে আশা।

কামার কুমার জেলে চাষার শ্রমের ফলে
পৃথিবী হয়েছে তবে সুন্দর নির্মলে।
সকালে দোয়েল ডাকে ভাঙে সবে ঘুম
চাকমা, গারোরা করে চাষাবাদ জুম।

বসন্তের আগমনে ধরা নব সাজে
বজ্রপাতের শব্দটা মনে ঢোল বাজে,
শরত হেমন্ত শীতে নানা রকম খেলা
বৈশাখ মাসে লাগেন বহু স্থানে মেলা।

আমার দেশের গ্রাম ছোটো ছোটো ঘর
সবে থাকে মিলেমিশে নাহি কেহ পর,
একে অপরের সুখে দুখে পাশে থাকে
নিজের স্বার্থে বিলীন অন্য খুশি রাখে।

রচনাকালঃ
২৪/০৭/২০২১
————————————————–
কর্মের জন্য
জাহাঙ্গীর আলম অপূর্ব
স্বরবৃত্ত ছন্দ ৪+৪/৪+১

থেকো না আর ঘরের কোণে
কাজে লাগাও মন,
কাজে করলে পাবে তুমি
গুপ্ত ওই না ধন।

যত থাকবে তন্দ্রা ঘোরে
কেটে যাবে দিন,
বসে বসে বাড়বে তোমার
নিত্য দিনে ঋণ।

আলসেমি না করে তবে
কাজের খোঁজে চল
যতই হোক সে কাজটা কঠিন
পাবে সুন্দর ফল।

মুক্তা আনতে সাগর জলে
দিতে হবে ডুব,
তা ছাড়া কি মুক্তা পাবে
থাক না যতই রূপ।

ভালো কাজে ভালো ফলে
আশায় থাকে মন,
বসে আর না কাজই খোঁজো
ওই না সারাক্ষণ।

রচনাকালঃ
২৪/০৭/২০২১

জাহাঙ্গীর আলম অপূর্ব সম্পর্কে

জাহাঙ্গীর আলম অপূর্ব সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার নলছিয়া নামক গ্রামে ১০ ই জুন ২০০১ সালে জন্ম গ্রহণ করেন। তার লেখা গুলো বাস্তব ধর্মীয়। লেখা তার নেশা। সবচেয়ে বেশি ভালো লাগে কবিতা লিখতে। * চরম মুর্খ সেই যে শিক্ষা অর্জন করে নিজের মাতৃভাষা শুদ্ধ ভাবে বলতে পারে না । * আমার কাছে আনুষ্ঠানিক শিক্ষা পদ্ধতি থেকে অনানুষ্ঠানিক শিক্ষা পদ্ধতি শ্রেষ্ঠ।

1 thought on “আমার দেশ, কর্মের জন্য

  1. কবিতা উপহারের জন্য অনেক অনেক শুভেচ্ছা কবি অপূর্ব। শুভ সকাল। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।