ধোঁকা, প্রেমের আগুন

ধোঁকা
– জাহাঙ্গীর আলম অপূর্ব
৪+৪/৪+২ স্বরবৃত্ত ছন্দ

চলে গেলো সেই পাখিটা
দিয়ে আমায় ধোঁকা,
আমায় সেযে ভেবে ছিলো
ভীষণ ভীষণ বোকা।

ভালোবাসা ছিলো আমার
এই না হৃদয় ভরা,
সেই কথাতে অঝোর চোখে
বৃষ্টিবিহীন খরা।

কি দোষ ছিলো প্রিয়া আমার
বলে যাবে তুমি,
দিবানিশি সদা প্রিয়া
তোমায় আমি চুমি।

হৃদয় পুরে ঘোরাঘুরি
তোমার পায়ের শব্দ,
সেই শব্দটা শুনে শুনে
কেটে যাবে অব্দ।

হবে না আর বলা প্রিয়া
মনে কোনো ভাষা,
আজও পথটা চেয়ে আছি
আসবে সেই তো আশা।

রচনাকালঃ
৩০/০৭/২০২১
————————————
প্রেমের আগুন
জাহাঙ্গীর আলম অপূর্ব

৪+৪/৪+২

প্রেমের আগুন যার মনেতে
অল্প অল্প জ্বলে,
সেজন সফল মানব কূলে
এই না ধরার তলে।

জীবে সেবা যেজন করে
মুক্ত মনে মনে,
সতত ভাবে সে সব কথা
নিত্য ক্ষণে ক্ষণে।

ভালোবেসে ধরা বুকে
বিভোর থাকে তবে,
ক্যামন করে করবে সেবা
এই না নিখিল ভবে।

যুগল বন্দী জীবন মুখে
জীবে সেবায় সুখী,
সেবায় ব্যর্থ সেজন হলো
ধরা বুকে দুখী।

জীবে সেবা পরম ধর্ম
করে যেজন সেবা,
সেবা করে সুখে কাটুক
দুঃখ চাইবে কেবা।

রচনাকালঃ
৩০/০৭/২০২১

জাহাঙ্গীর আলম অপূর্ব সম্পর্কে

জাহাঙ্গীর আলম অপূর্ব সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার নলছিয়া নামক গ্রামে ১০ ই জুন ২০০১ সালে জন্ম গ্রহণ করেন। তার লেখা গুলো বাস্তব ধর্মীয়। লেখা তার নেশা। সবচেয়ে বেশি ভালো লাগে কবিতা লিখতে। * চরম মুর্খ সেই যে শিক্ষা অর্জন করে নিজের মাতৃভাষা শুদ্ধ ভাবে বলতে পারে না । * আমার কাছে আনুষ্ঠানিক শিক্ষা পদ্ধতি থেকে অনানুষ্ঠানিক শিক্ষা পদ্ধতি শ্রেষ্ঠ।

2 thoughts on “ধোঁকা, প্রেমের আগুন

মন্তব্য প্রধান বন্ধ আছে।