বৈদিক সনেট
বাবা-ই আমার ভালো খেলা সাথী
বাবা দিবারাত্রি স্বপ্ন বলে কত
জীবন চলার পথে বাধা আসে
আছে মোরে বাবা নাহি বন্ধু অত।
মনের সকল আমার যে কথা
আমি বলি বাবা তুমি হলে আলো
জীবন সুখের উল্লাস কাঁপানো
তুমি হলে মোরে সবে থেকে ভালো।
বাবা তুমি আমা মনে
স্বপ্ন দিলে ক্ষণে ক্ষণে
তোমাকে যে আমি কত ভালোবাসি।
বাবা যে আমার আঁখি
সদা তার আশায় থাকি
তোমাকে যে পেয়ে ইচ্ছে খুশি হাসি।
রচনাকালঃ
১১/০৭/২০২১
কবিতা পড়লাম কবি জাহাঙ্গীর আলম অপূর্ব। প্রাণঢালা শুভেচ্ছা জানবেন।
দারুণ মন্তব্য।
শুভকামনা রইল সতত।।।