৪+৪/৪+১ স্বরবৃত্ত ছন্দ
ভবের মাঝে মানুষ হয়ে
করছি কত ভুল,
দুখের তরে জীবন মাঝে
পায় না সুখের কূল।
ঘাত প্রতিঘাত জীবন মুখে
আসবে কবে সুখ,
নাকি জীবন তরী-ভরা
আছে দুখ আর দুখ।
দুখের দিনে সুখে তরী
ভাসবে কবে মোর,
জীবন নদীর কালো কেটে
আসবে কবে ভোর।
এমন করে জীবন রথে
যাই না চলা ভাই,
জীবন থেকে কঠিন জিনিস
ধরার বুকে নাই।
সুখের চেয়ে দুখের ভেলা
শুধু চলে যাই,
সুখের খোঁজে ঘুরে ঘুরে
সুখ যে নাহি পাই।
রচনাকালঃ
০২/০৮/২০২১
শব্দ মিলের চমৎকার কবিতা উপহার দিয়েছেন প্রিয় কবি জাহাঙ্গীর আলম অপূর্ব। গুডলাক।
চমৎকার মন্তব্য।
শুভকামনা রইল সতত।।।।