ডিপ্রেশন

অরিত্রিক ছন্দ ৮+৬ (অক্ষর বৃত্ত)

মনের সকল কথা বলি কার কাছে
বলা যাবে যথাতথা নেই লোক পাছে।
সদা হতাশায় ভুগি নাহি প্রেমে নারী
কার মনে চলি জুগি থাকে মন ভারী।
স্থান পায় না’তো কভু কারো মনে আমি
আমার কথাটা তবু জানে অন্তর্যামী।
এত ব্যথা মনে নিয়ে চলি দীর্ঘ পথে
ব্যথা মনে গেলে দিয়ে দুখে প্রাণে রথে।

ক্যামনে গো পাবো মুক্তি বিষন্নতা থেকে
আছে কি এমন শক্তি মোরে রাখে বেঁকে।
আমি একাকিত্ব বোধ ঘুচাতে যে চাই
ম্লান কে করিবে রোধ সেজন তো নাই।

রচনাকালঃ
০১/০৮/২০২১

জাহাঙ্গীর আলম অপূর্ব সম্পর্কে

জাহাঙ্গীর আলম অপূর্ব সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার নলছিয়া নামক গ্রামে ১০ ই জুন ২০০১ সালে জন্ম গ্রহণ করেন। তার লেখা গুলো বাস্তব ধর্মীয়। লেখা তার নেশা। সবচেয়ে বেশি ভালো লাগে কবিতা লিখতে। * চরম মুর্খ সেই যে শিক্ষা অর্জন করে নিজের মাতৃভাষা শুদ্ধ ভাবে বলতে পারে না । * আমার কাছে আনুষ্ঠানিক শিক্ষা পদ্ধতি থেকে অনানুষ্ঠানিক শিক্ষা পদ্ধতি শ্রেষ্ঠ।

2 thoughts on “ডিপ্রেশন

  1. আমি একাকিত্ব বোধ ঘুচাতে যে চাই
    ম্লান কে করিবে রোধ সেজন তো নাই। ___ চমৎকার কবিতা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।