এমন দূষিত ধরা আমি চাইনি তো কভু
চেয়েছিলাম রে ভ্রাতা দূষণহীন ভূ তবু।
যেখানে আছে আমার খোলামেলা বিচরণ
সতত সবাই কাটে সারাবেলা ভাই বন।
বিচার বিহীন সবে দূষণ করে যে ধরা
তারে তরে পৃথিবীতে শুধু শুধু হয় খরা।
মানুষের হয় শুধু নানা ধরনের রোগ
মাটি,পানি দূষণ যে নানা রোগে ভাই ভোগ।
পরিবেশের সাথে যে মানুষের নাই যোগ
গাছগাছালি কাটিয়ে সবে সয় দুর্ভোগ।
নাই ভ্রাতা তত ভালো আগের মতোই ধরা
দূষণে দূষণে ভ্রাতা এই পৃথিবীটা ভরা।
নাই কোথায় রে ভ্রাতা একটু ভালো যে কিছু
যদি থাকে তা আনার সবে ছুটে পিছু পিছু।
আগে মতো পৃথিবীতে ডাকে না তো কভু পাখি
একটু পাখির ডাক শোনা তরে চেয়ে থাকি।
পরিবেশ দূষিত রে সব কিছু বদ ফল
পানি দূষণের হেতু যেখানে সেখানে মল।
এমন হওয়ায় যে সকল জিনিস আনা
নাই কেউ ভ্রাতা ভালো এ বিষয়ে শুধু জানা।
রচনাকালঃ
০৭/০৭/২০২১
৮+৮ অক্ষর বৃত্ত
পরিবেশ দূষিত রে সব কিছু বদ ফল
পানি দূষণের হেতু যেখানে সেখানে মল।
এমন হওয়ায় যে সকল জিনিস আনা
নাই কেউ ভ্রাতা ভালো এ বিষয়ে শুধু জানা। ___ সহমত কবি।
দারুণ মন্তব্য করেছেন প্রিয়।
শুভকামনা রইল সতত।।।
