হৃদয় কোণে আমার আশা
শুধু প্রিয়ার জন্য
প্রিয়াকে যে কাছে পেলে
জীবন হবে ধন্য।
হৃদয় কোণে প্রিয়ার জন্য
গভীর ভালো’বাসা,
জীবন আমার পূর্ণ হবে
মিটলে মনের আশা।
তোমার কথা প্রিয়া আমার
খুবই পড়ে মনে,
সাঁঝ প্রভাতে সন্ধ্যা রাতে
ভাবি ক্ষণে ক্ষণে।
হৃদয় জুড়ে প্রেম বিরহের
জ্বলছে সদা আগুন,
কেন সেকালে আসবে আমার
হৃদয় কোণে ফাগুন।
আমার অবুঝ মনটা ভীষণ
তোমাকে চাই প্রিয়া,
তুমি ছাড়া কাঁদে আমার
এই না অবুঝ হিয়া।
রচনাকালঃ
১৫/০৭/২০২১
৪+৪/৪+২ স্বরবৃত্ত
হৃদয় জুড়ে প্রেম বিরহের
জ্বলছে সদা আগুন,
কেন সেকালে আসবে আমার
হৃদয় কোণে ফাগুন।
দারুণ মন্তব্য করেছেন।
শুভকামনা রইল সতত।।।
ধন্যবাদ প্রিয় কবি অপূর্ব।
ভালো থাকুক সবার প্রিয়…