কবি তোমরা জ্ঞানের প্রতীক ৪+৪
তোমায় পেয়ে খুশি দেশ ৪+৩
তোমাদের ওই জন্য ৪+২
জাতি বলে বেশ। ৪+১
সত্য লিখে সমাজ থেকে
দূর করে সব কবি বেশ
তাদের জন্য সমাজ
সুন্দর হয় যে লেশ।
কবির কথা অতি সুন্দর
বলার ভাষা নেই’রে ভাই
মর্ত্যে তাদের কথা
শুধু খাসা তাই।
শূচি শুদ্ধ চাতক কবি
করে না তো কভু ভুল
থাকে সদা আঁখি
তাঁরা ধরার মূল।
আর কি বলব কবির কথা
কবি দলে দল বাঁধি
সমাজের যে ভালো
রাখি দল সদা ।
রচনাকালঃ
২৯/০৬/২০২১
শূচি শুদ্ধ চাতক কবি
করে না তো কভু ভুল
থাকে সদা আঁখি
তাঁরা ধরার মূল। ____ সুন্দর।
দারুণ মন্তব্য করেছেন।
শুভকামনা রইল সতত।।




মনোমুগ্ধকর কাব্য । খুব ভালো লাগলো।
চমৎকার মন্তব্য করেছেন।
শুভকামনা রইল সতত।।