জীব প্রেমের তেজ যার মনেতে
অল্প অল্প জ্বলে,
সেজন সফল মানব কূলে
এই না ধরার তলে।
জীবে সেবা যেজন করে
মুক্ত মনে মনে,
সদা ভাবে সে সব কথা
নিত্য ক্ষণে ক্ষণে।
ভালোবেসে ধরা বুকে
বিভোর থাকে তবে,
ক্যামন করে করবে সেবা
এই না নিখিল ভবে।
যুগল বন্দী জীবন মুখে
জীবে সেবায় সুখী,
সেবায় ব্যর্থ সেজন হলো
ধরা বুকে দুখী।
জীবে সেবা পরম ধর্ম
করে যেজন সেবা,
সেবা করে সুখে কাটুক
দুঃখ চাইবে কেবা।
রচনাকালঃ
৩০/০৭/২০২১
৪+৪/৪+২ স্বরবৃত্ত ছন্দ
জীবে সেবা পরম ধর্ম
করে যেজন সেবা,
সেবা করে সুখে কাটুক
দুঃখ চাইবে কেবা।
চমকপ্রদ মন্তব্য করেছেন।
শুভকামনা রইল সতত।।